দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ওয়ানডেতে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গত রাতে  ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে বৃষ্টি আইনে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশের যুবারা। ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।  

লাফবরোতে বৃষ্টির কারণে নির্ধারিত ৪৭ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১০ রানে বিদায় নেন ওপেনার জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেটে রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিমের ৮৩ রানের জুটির পর দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। রিফাত ৫১, আজিজুল ৪১ ও কালাম সিদ্দিকি ৪ রান করেন।

১২৬ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের রান সচল রাখেন রিজান হোসেন। সতীর্থদের সাথে ছোট-ছোট জুটি গড়ে দলকে ৪৭ ওভারে ৯ উইকেটে ২৭২ রানের সংগ্রহ এনে দেন রিজান। ৭টি চার ও ১টি ছক্কায় ৫৭ বলে ৫৭ রান করেন রিজান। এছাড়া আল ফাহাদ অপরাজিত ২৫ রান করেন। ইংল্যান্ডের জেমস মিন্টো ৩ উইকেট নেন।

বৃষ্টি আইনে ৪৭ ওভারে পাওয়া ২৭১ রানের টার্গেটে খেলতে নেমে আইজ্যাক মোহাম্মদের সেঞ্চুরিতে ২৩ বল বাকী থাকতে জয় তুলে নেয় ইংল্যান্ড। ৬টি চার ও ৯টি ছক্কায় ৯৫ বলে ১০৪ রান করেন আইজ্যাক। বাংলাদেশের সামিউন বশির ৩ উইকেট নেন।

আগামী ১০ সেপ্টেম্বর ব্রিস্টলে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড যুব দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি
১০