এনসিএল টি-টোয়েন্টি শুরু কাল

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর ।

তিন ভেন্যু-রাজশাহী, বগুড়া এবং সিলেটে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

এবারের টুর্নামেন্টে দেশের সাতটি বিভাগ এবং ঢাকা মেট্রোসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। 

আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজশাহী স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং বগুড়া স্টেডিয়ামে লড়বে সিলেট ও রংপুর।

১৯ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী এবং বগুড়ায়। এরপর লিগ পর্বের বাকী ম্যাচসহ প্লে-অফ এবং ফাইনাল সিলেটের দুই ভেন্যু আউটার স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো টুর্নামেন্টে শুধু স্থানীয় খেলোয়াড়রাই অংশ নেবে। 

সিলেটে অনুষ্ঠিত প্রথম আসরে সাফল্যের পর দ্বিতীয়বারের মত এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।

এদিকে, বগুড়া স্টেডিয়ামে আজ  টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের অধিনায়ক জাকির হাসান, ঢাকা মেট্রোর অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান হোসেন ইমন এবং রংপুরের অধিনায়ক আকবর আলী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০