এনসিএল টি-টোয়েন্টি শুরু কাল

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর ।

তিন ভেন্যু-রাজশাহী, বগুড়া এবং সিলেটে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

এবারের টুর্নামেন্টে দেশের সাতটি বিভাগ এবং ঢাকা মেট্রোসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। 

আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে রাজশাহী স্টেডিয়ামে রাজশাহীর মুখোমুখি হবে ঢাকা মেট্রো এবং বগুড়া স্টেডিয়ামে লড়বে সিলেট ও রংপুর।

১৯ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী এবং বগুড়ায়। এরপর লিগ পর্বের বাকী ম্যাচসহ প্লে-অফ এবং ফাইনাল সিলেটের দুই ভেন্যু আউটার স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি ফরম্যাটে দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো টুর্নামেন্টে শুধু স্থানীয় খেলোয়াড়রাই অংশ নেবে। 

সিলেটে অনুষ্ঠিত প্রথম আসরে সাফল্যের পর দ্বিতীয়বারের মত এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।

এদিকে, বগুড়া স্টেডিয়ামে আজ  টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়েছে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের অধিনায়ক জাকির হাসান, ঢাকা মেট্রোর অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন, বরিশালের সালমান হোসেন ইমন এবং রংপুরের অধিনায়ক আকবর আলী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা : ভিপি জিতু, জিএস মাজহারুল
ইসলামি বইমেলা উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
রাঙ্গামাটিতে শিশু-কিশোর-কিশোরীদের কারাতে বেল্ট প্রদান
হবিগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে’ চ্যাম্পিয়ন চুনারুঘাট উপজেলা
এনসিএল টি-টোয়েন্টির আট দলের স্কোয়াড
বরিশালের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে: নৌ-পরিবহন উপদেষ্টা
বান্দরবানে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪২তম সভা অনুষ্ঠিত
চাকসু গঠনতন্ত্রে সহ-সম্পাদকের পদ বাতিল, যুক্ত হচ্ছে নতুন ৪ পদ
১০