ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হারের জন্য টপ অর্ডারের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
গত রাতে আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ এবং ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। তাওহিদ হৃদয় ৮ ও মাহেদি হাসান ৮ রান করে আউট হন। সতীর্থদের ব্যর্থতার মাঝে ৪টি চারে ২৬ বলে ২৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন লিটন। উইকেটে সেট হয়ে রিভার্স-সুইপ শট খেলে সাজঘরের পথ ধরেন টাইগার দলনেতা।
শুরুর ব্যাটিং ব্যর্থতায় ১শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়লেও ষষ্ঠ উইকেটে জাকের আলি ও শামীম হোসেনের ৬১ বলে ৮৬ রানের রেকর্ড জুটিতে ৫ উইকেটে ১৩৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। ২টি চারে জাকের ৩৪ বলে ৪১ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন শামীম।
জবাবে শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ৫২ বলে ৯৫ রানের ঝড়ো জুটিতে জয়ের ভিত পেয়ে যায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ৩২ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা।
নিশাঙ্কা ৩৪ বলে ৫০ এবং মিশারা ৩২ বলে অপরাজিত ৪৬ রান করেন।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন বলেন, ‘আমার মনে হয়, পাওয়ার প্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি। ব্যাটিং করার জন্য এটা অনেক ভাল উইকেট ছিল।’
তিনি আরও বলেন, ‘১৭০-১৮০ রান করতে পারলে সুযোগ ছিল। ভাল উইকেটে ১৪০ রানের পুঁজি নিয়ে বোলিং-ফিল্ডিং উভয় ক্ষেত্রেই করতে হয়। যা আমরা করতে পারিনি।’
নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সুপার ফোরের টিকিটের জন্য আফগানদের ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শেষ ম্যাচে দল জয়ের জন্যই মাঠে নামবে বলে জানান লিটন, ‘আমরা জানি শেষ ম্যাচটি (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’