ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন জাকের আলি ও শামীম হোসেন।
গত রাতে আবু ধাবিতে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেটে ৬১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রান যোগ করেন জাকের ও শামীম। যা টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি।
এতে ভেঙ্গে গেছে আফিফ হোসেন ও নুরুল হাসানের তিন বছর আগের রেকর্ড। ২০২২ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ৫৪ বলে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়েছিলেন আফিফ-নুরুল। ঐ জুটি গড়ার পথে আফিফ ৫৫ বলে অপরাজিত ৭৭ এবং নুরুল ২৫ বলে ৩৫ রান করেছিলেন। ম্যাচটি ৭ রানে জিতেছিল বাংলাদেশ।
তিন বছর পর আফিফ-নুরুলের রেকর্ড দখলে নেওয়া জাকের-শামীম উভয়েই চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন। অনবদ্য দুই ইনিংসে জাকের ২ বাউন্ডারিতে ৩৪ বলে ৪১ এবং শামীম ৩ বাউন্ডারি ও ১টি ছক্কায় ৩৪ বলে ৪২ রান করেন।
জাকের-শামীমের রেকর্ড জুটিতেও শ্রীলংকার কাছে ৬ উইকেটে হার এড়াতে পারেনি বাংলাদেশ।