হংকংকে হারিয়ে সুপার ফোরের পথে এগিয়ে যেতে চায় শ্রীলংকা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশকে হারিয়ে দারুণভাবে এশিয়া কাপ শুরুর পর জয়ের ধারা অব্যাহত রেখে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলংকা। অন্যদিকে, প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের দুঃস্মৃতি ভুলে জয়ের দেখা পেতে মরিয়া হংকং। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মত মুখোমুখি হবে শ্রীলংকা-হংকং। 

আগামীকাল দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। 

গত রাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলংকা। বোলারদের পর ব্যাটারদের দুর্দান্ত পারফর্মেন্সে ৬ উইকেটের জয় পায় লংকানরা। 

নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের বেশি করতে দেয়নি শ্রীলংকান বোলাররা। জবাবে ১৪০ রান স্পর্শ করতে কোনো সমস্যা হয়নি লংকানদের। 

দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ৫২ বলে ৯৫ রানের ঝড়ো জুটিতে জয়ের ভিত পায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ৩২ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা। নিশাঙ্কা ৩৪ বলে ৫০ এবং মিশারা ৩২ বলে অপরাজিত ৪৬ রান করেন।

পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে হংকংয়ের বিপক্ষেও জিততে চান শ্রীলংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা ভাল পারফর্মেন্স করেছি। বিশেষভাবে বোলাররা। আশা করছি, হংকংয়ের বিপক্ষেও দল ভাল করবে। আমাদের মূল লক্ষ্য জয় নিয়ে ম্যাচ শেষ করা।’

বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করে হংকং। ব্যাট-বল হাতে সুবিধা করতে পারেনি তারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং। এরপর বল হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বোলাররা। ৩ উইকেট হারিয়ে ও ১৪ বল বাকী রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। 

তবে শ্রীলংকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে দল মাঠে নামবে জানিয়ে হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা, ‘প্রথম ম্যাচে আমরা ভাল করতে পারিনি। ঐ ম্যাচ শেষে আমরা অনেক কিছু শিখেছি। শ্রীলংকার বিপক্ষে নিজেদের উজার করে দিতে চায় সতীর্থরা। জয়ের জন্যই আমরা মাঠে নামব।’

শ্রীলংকা : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

হংকং : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিশান আলি (উইকেটরক্ষক), শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আনশুমান রাথ, এহসান খান, কালহান মার্ক, আয়ুশ আশিষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে প্রতিটি মন্ত্রণালয়ে মনিটরিং কমিটি থাকবে  
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৯৬ মামলা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা
বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব সানোয়ার জাহান 
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাংচুরের ঘটনায় এক হাজার জনের বিরুদ্ধে মামলা
বিইউপিতে 'ন্যাশনাল ল’ ফেস্ট সমাপ্ত
১০