প্রথম জয়ের লক্ষ্যে কাল মুখোমুখি আরব আমিরাত ও ওমান

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৭

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া কাপ ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তবে আসরে  প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আরব আমিরাত ও ওমান। 

আবু ধাবিতে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

দুবাইয়ে ভারতের কাছে ৯ উইকেটের হার দিয়ে নিজেদের চতুর্থ এশিয়া কাপ শুরু করে আরব আমিরাত। প্রথমে ব্যাটিং করে ১৩ দশমিক ১ ওভারে ৫৭ রানে গুটিয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে তারা। 

মাত্র ১০ রানে শেষ ৮ উইকেট পতন হয় আরব আমিরাতের। দুই ওপেনার ছাড়া দলের আর কোন ব্যাটারই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেনি।

ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও সুবিধা করতে পারেনি আরব আমিরাত।  ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের ৯৩ বল বাকী থাকতেই হার মানতে হয় আরব আমিরাতকে।

তবে ওমানের বিপক্ষে ভাল ক্রিকেট খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন আরব আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম, ‘ভারতের বিপক্ষে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়েই আমরা ঘুরে দাঁড়াতে চাই।’

এদিকে, আরব আমিরাতের মত বড় হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে ওমানও। পাকিস্তানের কাছে ৯৩ রানের বড় ব্যবধানে হারে তারা। প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৭ উইকেটে ১৬০ রানের বেশি করতে দেয়নি ওমানের বোলাররা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ১৬ দশমিক ৪ ওভারে ৬৭ রানে অলআউট হয় ওমান। 

আরব আমিরাতের বিপক্ষে ব্যাটারদের কাছ থেকে আরও ভাল পারফরমেন্স আশা করছেন ওমান অধিনায়ক জতিন্দর সিং, ‘ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে। বড় জুটি ও বড় ইনিংস খেলতে পারলেই আরব আমিরাতের বিপক্ষে জয় অসম্ভব নয়।’

ওমানের বিপক্ষে এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলে ৫টিতে জয় ও ৪টি হেরেছে আরব আমিরাত। 

সংযুক্ত আরব আমিরাত : মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হারশিত কৌশিক, জুনায়ের সিদ্দিকি, মতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রাহুল চোপরা (উইকেটরক্ষক), রোহিদ খান, সিমরানজিত সিং, সগির খান।

ওমান : জতিন্দর সিং (অধিনায়ক), হামাদ মির্জা, ভিনায়েক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিষ ওডেডেরা, আমির কলিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশটে, কারান সোনাভেল, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রীবাস্তব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাতারে জরুরি আরব-ইসলামিক সম্মেলনে যোগ দিলেন তৌহিদ
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে নীলফামারী চ্যাম্পিয়ন
নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধে প্রতিটি মন্ত্রণালয়ে মনিটরিং কমিটি থাকবে  
যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৯৬ মামলা
নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা
১০