ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গতরাতে দুবাইয়ে শ্রীলংকাকে হারিয়ে দুর্দান্তভাবে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। ৪ উইকেটে জয়ে পেছনে প্রথমে বোলারদের এবং পরে ব্যাটারদের দারুণ অবদান ছিল। তাই ম্যাচ শেষে পেসার মুস্তাফিজ ও ওপেনার সাইফ হাসানের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার শেষে ৪ উইকেটে ১৫৪ রান তুলে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল শ্রীলংকা। কিন্তু লংকান ইনিংসে মুস্তাফিজ ও তাসকিন আহমেদের করা শেষ দুই ওভার থেকে ৩ উইকেট হারিয়ে ১৪ রানের বেশি নিতে পারেনি লংকানরা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। ২০ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ।
জবাবে ওপেনার সাইফ ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১ বল বাকী থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬১ রান করে দলকে জয়ের লড়াইয়ে রাখেন সাইফ। মিডল অর্ডারে হৃদয়ের ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানের সুবাদে জয়ের পথ সহজ হয় বাংলাদেশের।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক লিটন বলেন, ‘এশিয়া কাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছিলাম, সেখানে লক্ষ্য তাড়া করে জিতেছি। তাই জানতাম আমাদের ব্যাটিং ইউনিট ভালো অবস্থায় আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি মুস্তাফিজ কতটা কার্যকর। উইকেট খুব ভাল ছিল। ১৯ এবং ২০তম ওভার মুস্তাফিজ এবং তাসকিন ম্যাচের চিত্র বদলে দিয়েছে। একসময় দেখা যাচ্ছিল শ্রীলংকা ১৯০ রান করবে।’
বাংলাদেশের ইনিংসের শুরু থেকেই শ্রীলংকার বোলারদের উপর চড়াও হন সাইফ। তার ও লিটনের ঝড়ো ব্যাটিংয়ে ৬ ওভারে ৫৯ রান তুলে ফেলে টাইগাররা। সাইফের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি জানি দলকে ম্যাচ জেতানোর সামর্থ্য সাইফের আছে। আমরা আগেই ভেবেছিলাম সংযুক্ত আরব আমিরাতে সে ভালো ব্যাট করবে। তার খেলার ধরন জানি। এ ধরনের ম্যাচ তাড়া করে জিতলে পরের ম্যাচের জন্য বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায়। তবে আবারও আমাদের সেরাটা খেলতে হবে। সামনে নতুন ম্যাচ, নতুন প্রতিপক্ষ, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’
শ্রীলংকার বিপক্ষে জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন সাইফ। তিনি বলেন, ‘উইকেট খুব ভাল ছিল। আমি শুধু টাইমিংয়ের দিকে মনোযোগ দিয়েছি। লিটন পাশে ছিল, সবসময় আমাকে সাহায্য করেছে। দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। নিজের প্রক্রিয়া মেনে চলেছি, প্রস্তুতিও ভাল ছিল।