জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের খেলা শুরু

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩
ছবি : বাসস

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের খেলা আজ কুমিল্লায় শুরু হয়েছে।

কুমিল্লা জিমন্যেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আফাজ উদ্দিন।

প্রথম দিনে পুরুষ বিভাগে বড় জয় পেয়েছে স্বাগতিক কুমিল্লা। লক্ষ্মীপুরকে ৬৬ -১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে তারা। অন্য ম্যাচে চট্টগ্রাম ও রাঙ্গামাটির মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত চট্টগ্রাম ৩৮-৩৩ পয়েন্টে রাঙ্গামাটিকে পরাজিত করেছে।

পুরুষ বিভাগে কুমিল্লা জয় পেলেও নারী বিভাগে হেরে গেছে স্বাগতিকরা। খাগড়াছড়ি তাদের হারিয়েছে ৪৭-১১ পয়েন্টের ব্যবধানে। আরেক ম্যাচে রাঙ্গামাটি ৪২ -১০ পয়েন্টে সহজে হারিয়েছে চট্টগ্রামকে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন সারাদেশকে মোট আটটি জোনে ভাগ করে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। কর্ণফুলী জোনের আগে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, রূপসা ও সুরমা জোনের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো আন্ত:জেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০