ছয় বছর পর বেঙ্গলের সভাপতি হলেন গাঙ্গুলী

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩০
ফাইল ছবি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : দীর্ঘ ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হলেন ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী।

সোমবার সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি নির্বাচিত হন গাঙ্গুলী। বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হলেন তিনি।

এর আগে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন গাঙ্গুলী। পুনরায় সিএবির সভাপতি নির্বাচিত হবার পর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে গাঙ্গুলী বলেন, ‘এর আগেও পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও সেরাটাই করার চেষ্টা করব।’

আগামী বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কলকাতা ইডেন গার্ডেন্সের আসন সংখ্যা এক লাখ করার ইচ্ছা পোষণ করেন গাঙ্গুলী। ইডেনে আসন এক লাখের উপর ছিল। কিন্তু দর্শকদের বসার কথা ভেবে ২০১১ বিশ্বকাপের আগে গ্যালারির সংস্কার হয়। তখন আসন সংখ্যা কমে ৬৮ হাজার হয়ে যায়।

গাঙ্গুলী বলেন, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর স্টেডিয়ামের কাজ শুরু হবে। এটা সময়সাপেক্ষ। লিজের নবায়ন করা হয়েছে।’

আগামী ১৪ নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচ নিয়ে গাঙ্গুলী বলেন, ‘একটা ভাল টেস্ট ম্যাচ হবে। দক্ষিণ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন দল। ভারত-দক্ষিণ আফ্রিকা দু’দলই খুব ভাল। আমি নিশ্চিত একটি ভাল ম্যাচ হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিও ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান কোইকার
গ্রাম আদালতকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচারের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে
ইরানে এ বছর ১ হাজার জনের মৃত্যুদণ্ড কার্যকর : আইএইচআর
নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত 
ঝিনাইদহে জমে উঠেছে দুর্গাপূজার বাজার, পোশাক ও খাদ্যপণ্যের বিক্রি বেড়েছে 
সংরক্ষিত আসনের বাইরে ৩৩ ভাগ নারী প্রার্থী মনোনয়নের দাবি
সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি : ধর্ম উপদেষ্টা
হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অর্ধশতাধিক সাক্ষ্যগ্রহণ
কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ পরিবেশ মন্ত্রণালয়ের
কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার 
১০