ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : দীর্ঘ ছয় বছর পর আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হলেন ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী।
সোমবার সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবির সভাপতি নির্বাচিত হন গাঙ্গুলী। বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হলেন তিনি।
এর আগে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন গাঙ্গুলী। পুনরায় সিএবির সভাপতি নির্বাচিত হবার পর ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে গাঙ্গুলী বলেন, ‘এর আগেও পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও সেরাটাই করার চেষ্টা করব।’
আগামী বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কলকাতা ইডেন গার্ডেন্সের আসন সংখ্যা এক লাখ করার ইচ্ছা পোষণ করেন গাঙ্গুলী। ইডেনে আসন এক লাখের উপর ছিল। কিন্তু দর্শকদের বসার কথা ভেবে ২০১১ বিশ্বকাপের আগে গ্যালারির সংস্কার হয়। তখন আসন সংখ্যা কমে ৬৮ হাজার হয়ে যায়।
গাঙ্গুলী বলেন, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর স্টেডিয়ামের কাজ শুরু হবে। এটা সময়সাপেক্ষ। লিজের নবায়ন করা হয়েছে।’
আগামী ১৪ নভেম্বর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচ নিয়ে গাঙ্গুলী বলেন, ‘একটা ভাল টেস্ট ম্যাচ হবে। দক্ষিণ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন দল। ভারত-দক্ষিণ আফ্রিকা দু’দলই খুব ভাল। আমি নিশ্চিত একটি ভাল ম্যাচ হবে।’