সংরক্ষিত আসনের বাইরে ৩৩ ভাগ নারী প্রার্থী মনোনয়নের দাবি

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯ আপডেট: : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে সংরক্ষিত আসনের বাইরে ৩৩ ভাগ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে আলোচনায় ফোরামের পক্ষে এ দাবি জানানো হয়। এসময় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য মাহীন সুলতান সাংবাদিকদের বলেন, নারী ভোটার, নারী প্রার্থী ও নারী নাগরিকদের সমান মর্যাদা নিশ্চিতকরণে আমাদের দাবি ও প্রত্যাশা তুলে ধরেছি। নির্বাচন কমিশনও বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। আমরা সকল পার্টি থেকে ৩৩ ভাগ নারী প্রার্থীর মনোনয়ন চাই।

যাতে নির্বাচনে যথাযথ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নারীর রাজনৈতিক অধিকার ফোরামের পক্ষ থেকে নারী প্রার্থীর বাধ্যতামূলক মনোনয়ন, দলীয় কাঠামোতে নারীর নেতৃত্ব, নির্বাচনী প্রচারণায় ব্যয়সীমার সমপরিমাণ অর্থ মঞ্জুরী, অনলাইন ও অফলাইনে হয়রানি প্রতিরোধে নীতি ও নির্দেশনা, সংসদে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং সব আসনে ‘না’ ভোট রাখার বিষয়ে দাবি জানানো হয়।

নারী প্রার্থী মনোনয়নের বিষয়ে বলা হয়, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে বাধ্যতামূলকভাবে সংরক্ষিত আসনের বাইরে তাদের মধ্যে অন্তত ৩৩ ভাগ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে এবং তা ২০৩০ সালের মধ্যে ৫০ ভাগে উন্নীত করতে হবে। এই বিধান আরপিওতে অন্তর্ভুক্ত করতে হবে। এই বিধান মানতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল নির্বাচন কমিশনের আইনগত শাস্তিমূলক ব্যবস্থার আওতাভুক্ত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন নজরদারি করবেন যাতে অতীতের মতো দলগুলো এই বিধিটি অমান্য করতে না পারে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
উত্তরায় ফুলকুঁড়ি আসরের আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত
নামিবিয়ায় পদদলনে ৯০টি মহিষের মৃত্যু
আগামীকাল থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু
শিক্ষাবৃত্তি দেবে সোনালী ব্যাংক
হাসপাতাল সেবা, রাস্তা ও প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থায় গভীর দুঃখ প্রকাশ, সরকারের আইনি ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান
খসড়া ভোটার তালিকা প্রকাশ করল বিসিবি
ঝালকাঠিতে ‘লিগ্যাল এইড’ কমিটির সভা 
১০