উত্তরায় ফুলকুঁড়ি আসরের আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৬
ছবি : বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী শতদল শাখা কর্তৃক সংগঠনের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উত্তরার একটি স্কুলে অনুষ্ঠিত হয়েছে আর্ট এক্সিবিশন ’২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের এডিসি মো. আরিফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় কিশোর থিয়েটার ও কালচারাল স্কুল পরিচালক জিয়াম কাদের।

এ প্রদর্শনীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্বাচিত চিত্র প্রদর্শিত হয়। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে শিশু-কিশোররা তাদের সৃজনশীল প্রতিভা উপস্থাপন করে। প্লে থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থীরা জাতীয় পতাকা আঁকার মাধ্যমে অংশগ্রহণ করে, দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা গ্রামীণ ও প্রাকৃতিক দৃশ্য তুলে ধরে এবং পঞ্চম থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক চিত্র প্রদর্শন করে।

‘শক্তি সাহস দক্ষতা, চরিত্র ও যোগ্যতা’ এই স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে উত্তরার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাঁচ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। এক্সিবিশন শেষে বিচারকরা ৩টি ক্যাটাগরিতে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতারের উপর হামলার প্রতিবাদ
ফায়ার সার্ভিসের ৪৯ জন কর্মী গত ২৫ বছরে অপারেশনাল কাজে নিহত হয়েছেন 
কামিন্দুর হাফ-সেঞ্চুরিতে পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিল শ্রীলংকা
বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে : রুহুল কবির রিজভী
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ইন্তেকাল 
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভিসা প্রসেসিং হেল্প সেন্টার চালু
কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
উত্তরায় ফুলকুঁড়ি আসরের আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত
১০