কুমিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম ও রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০ আপডেট: : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৫
ছবি : বাসস

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে পুরুষ বিভাগে চট্টগ্রাম এবং নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন হয়েছে।

শিরোপা নির্ধারণী ম্যাচে পুরুষ বিভাগে চট্টগ্রাম হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্বাগতিক কুমিল্লাকে ৩৪-৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে নারী বিভাগের একপেশে ফাইনালে রাঙ্গামাটি ৩১-১৩ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়ে  শিরোপা জয় করে।

কুমিল্লা জিমন্যেসিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা ৩২-১৬ পয়েন্টে রাঙ্গামাটিকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ৪৩-২১ পয়েন্টে নোয়াখালীকে পরাজিত করে। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বীতা হয়, যেখানে শেষ হাসি হাসে চট্টগ্রাম।

নারী বিভাগে চারটি দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে সেরা দুই দল হিসেবে ফাইনালে পৌঁছায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। ফাইনালে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে এবং খাগড়াছড়িকে সহজেই পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। এছাড়াও অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন এবং কুমিল্লা জেলার ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খসড়া ভোটার তালিকা প্রকাশ করল বিসিবি
ঝালকাঠিতে ‘লিগ্যাল এইড’ কমিটির সভা 
খুলনায় ৪২ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা
বাগেরহাটে সারের বস্তায় হুক মারায় ডিলারকে জরিমানা 
চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযানে জালসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতার
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিও ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান কোইকার
শিল্প পুলিশের সক্ষমতা বৃদ্ধির ফলে খুলনার কল-কারখানায় শৃঙ্খলা ফিরেছে
গ্রাম আদালতকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচারের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে
ভারতের বিপক্ষে ইতিবাচক ও ঐক্যবদ্ধ থাকতে চান মাহেদি
১০