বাংলাদেশের বিপক্ষে টি২০ ও ওয়ানডে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৫:২২

ঢাকা, ৯ অক্টোবর ২০২৫ (বাসস) : আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি২০ দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ১৮ অক্টোবর থেকে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে। এরপর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। 

কব্জির ইনজুরিতে আক্রান্ত এভিন লুইসের জায়গায় তরুন ব্যাটার আকিম অগাস্টে প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন। 

এ মাসে ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্ট অভিষিক্ত খেরি পিয়েরে তৃতীয় স্পিনার হিসেবে গুদাকেশ মোতি ও অল রাউন্ডার রোস্টন চেজের সাথে ওয়ানডে দলে ফিরেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলা আলিক আথাঞ্জেও দলে ফিরেছেন। 

প্রধান কোচ ড্যারেন সামি তরুন প্রতিভা আকিম অগাস্টেকে দলে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটির ভবিষ্যত বিবেচনায় তরুণদের সুযোগ দেয়াকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন। এ প্রসঙ্গে সিডব্লিউর এক বিবৃতিতে সামি বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমানে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়াটা জরুরী। আকিমের মত খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ করে দেবার মধ্য দিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সেই পথেই হাঁটছে। সে ভবিষ্যতের খেলোয়াড়। অনূর্ধ্ব-১৫ দল থেকে আজ সে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমানের দারুন সুযোগও সে পেয়েছে।’

সামার জোসেফ ও আলজারি জোসেফ ইনজুরির কারনে ভারতীয় সফর থেকে বাদ পড়ার পর আবারো জাতীয় দলে ফিরেছেন। আগামী বছর টি২০ বিশ্বকাপকে সামনে রেখে কিছুটা বিশ্রামের প্রয়োজনে মোতিকেও ভারতীয় সিরিজে দলের বাইরে রাখা হয়েছিল। 

বাংলাদেশ সফরে মূলত তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করায় সামি আত্মবিশ্বাসী মনোভাব পোষন করেছেন। ভবিষ্যত বিবেচনায় পাইপলাইন শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ, ‘এই দলটির মধ্যে জয়ের মানসিকতা গড়ে তুলতে হবে এবং দলের দৃঢ় বন্ধন স্থাপন করতে হবে। দীর্ঘমেয়াদে যাতে দলটি একসাথে সফল হতে পারে আমাদের লক্ষ্য সেটাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে আমরা এ কারনেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। এর মাধ্যমে বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেবার কাজটাও সহজ হবে।’

টি২০ দলে বাঁ-হাতি পেসার র‌্যামন সিমন্ডস ও উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু অন্তর্ভূক্ত হয়েছেন। অধিনায়ক হিসেবে শাই হোপের ব্যাক-আপ হিসেবে কাজ করবেন জাঙ্গু। সিপিএল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেই তিনি দলে ফিরেছেন। সেখানে বার্বাডোজ রয়্যালসের হয়ে ১৩ উইকেট নিয়েছেন। গত মাসে নেপালের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে মাত্র ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। 

বাংলাদেশ সফরকে সামনে রেখে মোতি, কেসি কার্টি, শেরফানে রাদারফোর্ড, অগাস্টে ও জাঙ্গু উপমহাদেশের কন্ডিশনের সাথে মানিতে নিতে চেন্নাই সুপার কিংসের একাডেমিতে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিবেন।

সিডব্লিউআই ক্রিকেট পরিচালক মাইলস বাসকোম্বে উপমহাদেশের কন্ডিশনে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনে এই ধরনের প্রস্তুতির প্রশংসা করেছেন। বিশেষ করে আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এই ধরনের প্রস্তুতি ক্যাম্প অত্যন্ত জরুরী বলে তিনি মন্তব্য করেছেন।

আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ঢাকায় তিনটি ওয়ানডে ও ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে তিন ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে। 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্টে, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খেরি পিয়েরে, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড

ওয়েস্ট ইন্ডিজ টি২০ দল : শাই হোপ (অধিনায়ক), আলিক আথাঞ্জে, আকিম অগাস্টে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, রোভমান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সামোয়ার হয়ে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন টেইলর
ইস্তাম্বুল পৌঁছেছেন আলোকচিত্রী শহিদুল আলম
রিয়ালে গিয়ে নিজেকে আবারো ফিরে পেয়েছেন এমবাপ্পে
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩০৮ জন
বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
ইসরাইলি সেনা প্রত্যাহার শুরু, ঘরমুখী হাজারো গাজাবাসী
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধার মৃত্যু, মরদেহ পৌঁছেছে চট্টগ্রামে
বিএনপি চায় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন : ড. জিয়াউদ্দিন হায়দার
‘সহযোগিতামূলক’ সম্পর্কের জন্য চীনের প্রশংসা করলেন কিম
আদালতে শুনানির আগে শিকাগোতে ৫শ’ মার্কিন সেনা মোতায়েন
১০