রিয়ালে গিয়ে নিজেকে আবারো ফিরে পেয়েছেন এমবাপ্পে

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৯:১১

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রিয়াল মাদ্রিদে যোগ দেবার সিদ্ধান্ত অত্যন্ত সঠিক ছিল এবং এর মাধ্যমে নিজের ছন্দ আবারো ফিরে পেয়েছেন বলে স্বীকার করেছেন কিলিয়ান এমবাপ্পে। একইসাথে এবারের মৌসুমের দুর্দান্ত শুরুটাও সে কারনেই হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। 

ফরাসি এই স্ট্রাইকার ইতোমধ্যেই এবারের মৌসুমে ক্লাব ও দেশের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৪ ম্যাচে করেছেন ১৬ গোল। স্প্যানিশ রাজধানীতে দ্বিতীয় মৌসুমে মাত্র একটি ম্যাচে তিনি গোল করতে পারেননি। গত বছর জানুয়ারিতে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন এমবাপ্পে। নিজ দেশের বাইরে ভিন্ন পরিবেশে গিয়ে জীবন আরো সহজ হয়েছে বলে স্বীকার করেছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

আজারবাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘ আমি মাদ্রিদের পরিবেশের সাথে বেশ ভালই মানিয়ে নিয়েছি। সেখানে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যবোধ করছি। এটা মোটেও ফ্রান্সকে আক্রমন করে বলছি না। জীবনযাত্রাই আসলে ভিন্ন। প্যারিসের থেকে মাদ্রিদের জীবনযাত্রা সহজ। এখানে আমি বেশ ভালই আছি।’ 

গোঁড়ালির ইনজুরির কারনে গত মাসে এমবাপ্পে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। কিন্তু এখন তিনি নিজেকে ফিট প্রমান করেছেন। আইসল্যান্ডের বিপক্ষে বাছাইপর্বের আগের ম্যাচে গোল করার মাধ্যমে জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের ৫২তম গোল করেছেন। এটি ফ্রান্সের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। এর মাধ্যমে তিনি সাবেক তারকা থিয়েরি অঁরিকে ছাড়িয়ে গেছেন। ৫৭ গোল করে এই তালিকায় শীর্ষে রয়েছেন অলিভার জিরুদ। 

কিন্তু এসব নিয়ে ভাবছেন না এমবাপ্পে। এই মুহূর্তে বাছাইপর্বে গ্রুপ-ডি থেকে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করাই এখন একমাত্র লক্ষ্য। 

এমবাপ্পে বলেন, ‘আমি মনে করি রেকর্ড ভাঙ্গার ক্ষমতা আমার আছে। কিন্তু যখন আমি বিষয়টা জানবো না, তখন কিন্তু এসব চিন্তা মাথায় আসবে না। হতে পারে আগামীকাল, কিংবা রেকর্ড ভাঙ্গতে আরো দীর্ঘ সময় লাগতে পারে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো বাছাইপর্বের বাঁধা পেরুনো। আর সেটা হলে নতুন রেকর্ড এমনিতেই আসবে। সেটা হলে আমি অবশ্যই খুশী হবো। কারন সবাই জানবে আমি কিছু একটা করতে পেরেছি।’

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১২৪তম স্থানে থাকা আজারবাইজানকে মোটেই খাটো করে দেখছেন না ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশ্যম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব প্রতিপক্ষকে শ্রদ্ধা করি। তারাও জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে এসেছে। নিজেদের সেরাটা দিয়ে তারাও চেষ্টা করবে। সর্বশেষ ফল অনুযায়ী তাদের হারানোর কিছু নেই। কোন ধরনের সুযোগ দেয়া ঠিক হবেনা। তাহলেই আমরা বিপদে পড়তে পারি। আমাদের ঝুলিতে যেহেতু ৬ পয়েন্ট আছে, এর অর্থ এই নয়যে আমরা ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট পেয়ে গেছি। ফুটবলে ভুলের কোন সুযোগ নেই। যেকোন সুযোগই প্রতিপক্ষ কাজে লাগাতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়া ‘শান্তিকে ছাড়িয়ে রাজনীতি’ ছিল’: হোয়াইট হাউস 
দেশবাসীর মুক্তির জন্য ট্রাম্পই একমাত্র ভরসা: নোবেল জয়ী মাচাদো
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম
পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
টিআইবি’র ন্যায়পাল ও সাবেক বোর্ড সদস্য অধ্যাপক মনজুরুল ইসলামের মৃত্যুতে শোক 
সুনামগঞ্জের হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন শীর্ষক সেমিনার 
১০