‘সহযোগিতামূলক’ সম্পর্কের জন্য চীনের প্রশংসা করলেন কিম

বাসস
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৮:২৪
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওয়ার্কার্স পার্টির ৮০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং অন্যান্য বিদেশি অতিথিদের স্বাগত জানিয়েছেন। তিনি  চীনের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক’ সম্পর্কের প্রশংসা করেছেন। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

উত্তর কোরিয়া শুক্রবার একটি বিশাল সামরিক কুচকাওয়াজ আয়োজন করছে। সেখানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ তাদের সর্বাধুনিক অস্ত্র প্রদর্শন করা হতে পারে। 

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া ‘সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করে মহড়া চালাচ্ছে’ বলে মনে হচ্ছে এবং শুক্রবার রাতে কুচকাওয়াজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘দুপুরের পর থেকে ঘণ্টায় প্রায় এক মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কুচকাওয়াজ আয়োজন করা সম্ভব হলেও আবহাওয়ার কারণে আকাশে শক্তি প্রদর্শনের পরিকল্পনা প্রভাবিত হতে পারে।’
 
এই উদযাপন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কিম আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং রাশিয়াকে হাজার হাজার কোরিয়ান সেনা পাঠিয়ে গুরুত্বপূর্ণ সমর্থন নিশ্চিত করেছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা পরিষদের ডেপুটি প্রধান দিমিত্রি মেদভেদেভ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

লি কিয়াংয়ের সফর সম্পর্কে কিম প্রশংসা করে বলেন, ‘এটি ওয়ার্কার্স পার্টি, উত্তর কোরিয়ার সরকার ও জনগণের প্রতি অবিচল সমর্থন এবং বিশেষ বন্ধুত্বপূর্ণ অনুভূতির প্রকাশ।’

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, তিনি ‘উত্তর কোরিয়া-চীনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখা এবং সেগুলো আরও উন্নত করার’ জন্য বেইজিংয়ের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০