সল্ট-ব্রুকের ব্যাটিংয়ে সিরিজে লিড নিল ইংল্যান্ড

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৬:৪৫

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ফিল সল্ট ও হ্যারি ব্রুকের ব্যাটিং নৈপুন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিড নিল সফরকারী ইংল্যান্ড।

আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৬৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা।

ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ৪ রান করে সাজঘরে ফিরেন ওপেনার জশ বাটলার। 

দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৪৪ রানের জুটিতে পাওয়ার প্লেতে ইংল্যান্ডকে ৬৮ রান এনে দেন সল্ট ও জ্যাকব বেথেল। ২টি করে চার-ছক্কায় ১২ বলে ২৪ রানে আউট হন বেথেল। 

এরপর ইংল্যান্ডের বড় স্কোরের পথ তৈরি করেন সল্ট ও অধিনায়ক ব্রুক। তাদের ৬৯ বলে ১২৯ রানের বিধ্বংসী জুটিতে ২শর কাছাকাছি পৌঁছে যায় ইংল্যান্ড। ১৮তম ওভারে দলীয় ১৯৭ রানে ব্রুককে শিকার করে জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। ২২ বলে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে ৭৮ রানে আউট হন ব্রুক।

৩৫ বল খেলে ৬টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। 

একই ওভারে আউট হন ৩৩ বলে সপ্তম হাফ-সেঞ্চুরি করা সল্ট। ১১টি চার ও ১টি ছক্কায় ৫৬ বলে ৮৫ রান করেন তিনি। শেষ দিকে ৪ চার ও ১ ছক্কায় ১২ বলে অপরাজিত ২৯ রান তুলে ইংল্যান্ডকে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রানের পুঁিজ এনে দেন টম ব্যান্টন। এই ভেন্যুতে এটিই ইংলিশদের সর্বোচ্চ দলীয় রান। 

জবাবে ১৮ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৪৮ বলে ৬৯ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন ওপেনার টিম সেইফার্ট ও মার্ক চাপম্যান। এতে ৯ ওভারে ৮৭ রান পায় কিউইরা। 

কিন্তু মাত্র ৪ রানের ব্যবধানে সেইফার্ট ও চাপম্যান আউট হলে আবারও চাপে পড়ে নিউজিল্যান্ড। ১০৪ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। সেইফার্ট ৩৯ ও চাপম্যান ২৮ রানে আউট হন।

সপ্তম উইকেটে ২৩ বলে ৫৭ রানের ঝড়ো জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে রাখেন জেমস নিশাম ও অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু একই ওভারে ৩ রানের ব্যবধানে দুই সেট ব্যাটার আউট হলে, হারের মুখে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় কিউইরা। 

স্যান্টনার ৩টি করে চার-ছক্কায় ১৫ বলে ৩৬ রান করেন। ৩২ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে অবদান রাখেন স্পিনার আদিল রশিদ। ম্যাচ সেরা হন ব্রুক। 
আগামী ২৩ অক্টোবর অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে: জয়নাল আবদিন ফারুক
শাহজালাল বিমানবন্দরে শিগগিরই ই-গেট চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
বিচারপতি টি এইচ খানের ১০৫তম জন্মবার্ষিকী আগামীকাল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানি বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি
স্ত্রীসহ সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০