গ্র্যাহাম পটারকে কোচ হিসেবে নিয়োগ দিল সুইডেন

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৭:০১ আপডেট: : ২০ অক্টোবর ২০২৫, ১৮:১৮

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস) : চেলসির সাবেক ম্যানেজার গ্র্যাহাম পটারকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সুইডিশ ফুটবল এসোসিয়েশন। বিশ্বকাপ বাছাইপর্বে গত সপ্তাহে টানা তিন পরাজয়ে জন ডাহল টমাসনকে বরখাস্তের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন পটার। 

গত ১৪ অক্টোবর টমাসনের সাথে চুক্তি বাতিল করে সুইডেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম চার ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে সুইডেন। 

সুইডিশ এফএ এক বিবৃতিতে জানিয়েছে, সেপ্টেম্বরে ওয়েস্ট হ্যাম থেকে চাকরি হারানো পটার নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তারকা স্ট্রাইকার আলেক্সান্দার ইসাক ও ভিক্টর গায়কেরেসকে সাথে নিয়ে এই দলটি আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে চায়। এই দলের মূল লক্ষ্যই হলো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা।

ফেডারেশন থেকে আরো জানানো হয়েছে আপাতত বাছাইপর্বের সময়টাতেই পটারের সাথে চুক্তি করা হয়েছে। এর মধ্যে নভেম্বরে সুইজারল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ ছাড়া মার্চে সম্ভাব্য প্লে-অফ ম্যাচ রয়েছে। সুইডেন বাছাইপর্বের বাঁধা পার করলে পটারের চুক্তি স্বাভাবিক ভাবেই বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধি করা হবে। 

৫০ বছর বয়সী পটার বলেছেন, ‘এই এ্যাসাইনমেন্ট হাতে নিতে পেরে আমি দারুন আনন্দিত। একইসাথে অত্যন্ত অনুপ্রাণীত। সুইডেনের বেশ কিছু দুর্দান্ত খেরোয়াড় রয়েছেন যারা দিনে পর দিন বিশ্বের সেরা লিগগুলোতে নিজেদের যোগ্যতার প্রমান দিয়ে আসছে।’

১২৫ মিলিয়ন পাউন্ডের লিভারপুল স্ট্রাইকার ইসাক ও ৭৩ মিলিয়ন পাউন্ডের আর্সেনালের গায়োকেরেসকে নিয়েও সইডেন গত তিনটি ম্যাচে একটি গোলও করতে পারেনি। যে কারনে বি-গ্রুপের একেবারে তলানিতে রয়েছে সুইডিশরা। 

এর আগে ২০১১ ও ২০১৮ সালে সুইডিশ দল ওস্টারসান্ড এফকে’র কোচ হিসেবে সুইডেনের সর্বোচ্চ লিগে উন্নীত করেছিলেন পটার। এরপর প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটি, ব্রাইটন, হোভ আলবিওন ও ওয়েস্ট হ্যামের কোচের দায়িত্ব পালন করেছেন। ইংলিশ ফুটবলে অন্যতম সেরা প্রতিভাবান কোচ হিসেবে পটারকে বিবেচনা করা হয়। কিন্তু দলীয় ব্যর্থতায় ২০২৩ সালের এপ্রিলে চেলসি তাকে বরখাস্ত করে। এরপর ওয়েস্ট হ্যামের নয় মাসও মোটেই ভাল কাটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
বিএনপি-জামায়াত ভাই ভাই, এ মাটিতে যেন আর ভাইয়ে-ভাইয়ে রক্ত না ঝরে: জয়নাল আবদিন ফারুক
শাহজালাল বিমানবন্দরে শিগগিরই ই-গেট চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
বিচারপতি টি এইচ খানের ১০৫তম জন্মবার্ষিকী আগামীকাল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের
ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিয়োগ-পদোন্নতি সংশ্লিষ্ট কাজে জড়িতদের সম্মানি বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র জারি
স্ত্রীসহ সাংবাদিক সুভাষ চন্দ্র সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০