পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ড্র

বাসস
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাকিস্তানকে। ২০০৭ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্ট ৯৩ রানে জিতেছিল পাকিস্তান।

রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৩ রানে এগিয়ে ছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ৭১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ৯৪ রান করেছিল স্বাগতিক দল।

চতুর্থ দিন বাকী ৬ উইকেটের বিনিময়ে ৪৪ রান যোগ করে ১৩৮ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ৬৮ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা।

৪৯ রান নিয়ে দিন শুরু করে ৫০ রানে আউট হন বাবর। ১৮ রানে থামেন আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান। এই দুই উইকেটই শিকার করেন স্পিনার সাইমন হার্মার।

১০৫ রানের মধ্যে বাবর-রিজওয়ান ফেরার পর লোয়ার অর্ডারে পাকিস্তানের কোনো ব্যাটার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। সালমান আগা ২৮ ও সাজিদ খান ১৩ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হার্মার ৫০ রানে ৬ উইকেট নেন। ১২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন হার্মার।     

৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ৬৪ রানের সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। ১২তম ওভারে প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করামকে (৪২) শিকার করে উদ্বোধনী জুটি ভাঙেন স্পিনার নোমান আলি। একই ওভারে ট্রিস্টান স্টাবসকে খালি হাতে বিদায় দেন নোমান। এরপর বাকী ৩ রান সহজেই তুলে নেন রায়ান রিকেলটন ও টনি ডি জর্জি। রিকেলটন ২৫ ও জর্জি শূন্য নিয়ে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। ১০৬ রানের সাথে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি।  

এই সিরিজ শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ ম্যাচ করে খেলে সমান ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে আছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় জেলা কারাগারের কার্যক্রম শুরু হচ্ছে শনিবার
পীরগঞ্জে অটোভ্যানে ট্রাক্টরের ধাক্কায় দুইজন নিহত
সুদানের খার্তুমে বিমানবন্দরে আবারো ড্রোন হামলা
খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
নতুন বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সংস্কারগুলো অপরিহার্য : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
কোনো নতুন আক্রমণ হবে ‘আরেকটি ব্যর্থতা’: ইরান
সাতক্ষীরায় চোরাচালান পণ্যসহ একজন আটক
সাতক্ষীরায় পুষ্টি ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত
কিছু রাজনৈতিক দল নির্বাচন সঠিক সময়ে হওয়ার পথ আটকে দেওয়ার চেষ্টা করছে : ফখরুল
১০