এমবাপ্পের চার গোলের পরও মাদ্রিদের কষ্টার্জিত জয়

বাসস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৪৩

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৫ (বাসস) : কিলিয়ান এমবাপ্পের চার গোল সত্তেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতায় তিন ম্যাচের জয়খরা কাটাতে সক্ষম হলো মাদ্রিদ। 

গ্রীসে চিকুইনহোর ২০ গজ দুরের জোড়ালো শটের গোলে ৮ মিনিটে লিড নিয়েছিল স্বাগতিক অলিম্পিয়াকোস। কিন্তু এমবাপ্পে ঝড়ে হঠাৎ করেই ম্যাচের চেহারা পাল্টে যায়। ২২ থেকে ২৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেছে এই ফরাশি তারকা। এরপর ৬০ মিনিটে করেছেন আরো একটি গোল। এর মাধ্যমে এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন এমবাপ্পে।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, ‘জয়ের ধারায় ফিরতে পারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। টানা তিন ম্যাচে জয়বিহীন থাকার গুরুত আমরা জানতাম। এই দলটি আমার কাছে ভাল মনে হয়েছে। অবশ্যই কিছু জায়গায় এখনো উন্নতির প্রয়োজন আছে। রিয়াল মাদ্রিদের মত দলের কাছে এই প্রত্যাশা স্বাভাবিক।’

২২ মিনিটে অলিম্পিয়াকোস গোলরক্ষক কস্টাস টিজোলাকিসের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে মাদ্রিদকে সমতায় ফেরান ফরাশি অধিনায়ক। দুই মিনিট পর কর্ণার থেকে আরদা গুলারের ক্রসে লো হেডে মাদ্রিদকে এগিয়ে দেন এমবাপ্পে। ২৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েন এমবাপ্পে। ৬ মিনিট ৪২ সেকেন্ডে এমবাপ্পে হ্যাটট্রিক পূরণ করেছেন। 

২০২২ সালে রেঞ্জাসের বিরুদ্ধে লিভারপুলের মোহাম্মদ সালাহ দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছিলেন।

প্রথমার্ধে চোটে পড়া চিকুইনহোর পরিবর্তে মাঠে নামা বদলী খেলৈায়াড় মেহদি টারেমি ৫২ মিনিটে দুর্দান্ত এক হেডে মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রি লুনিনকে পরাস্ত করেন। ইউক্রেনিয়ার জাতীয় দলের গোলরক্ষক অসুস্থ থিবো কুর্তোয়ার পরিবর্তে মূল দলে জায়গা পেয়েছেন। এছাড়া ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন ডিন হুইসেন, ডানি কারভাহাল, এডার মিলিটাও ও এন্টোনিও রুডিগার। 

আগে সাতটি সফরে গ্রীক প্রতিপক্ষের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে কখনই জিততে পারেনি মাদ্রিদ। কিন্তু কাল আর কোন ভুল করেনি জাবি আলোনসোর দল। ৬০ মিনিটে বামদিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের দারুন এক পাসে এমবাপ্পে নিজের ও দলের চতুর্থ গোল পূরণ করেন। 

এনিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এমবাপ্পে পাঁচ ম্যাচে নয় গোল করে ভিক্টর ওশিমেনকে তিন গোলে পিছনে ফেলেছেন। 
ম্যাচ শেষে ৯ মিনিট আগে এল কাবি স্বাগতিকদের হয়ে আরো এক গোল পরিশোধ করলে চাপে পড়ে মাদ্রিদ। শেষ পর্যন্ত অবশ্য তিন পয়েন্ট নিয়েই বাড়ি ফিরেছে সফরকারীরা।

রেকর্ড ১৫ বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন মাদ্রিদ এই জয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। এখনো ম্যানচেস্টার সিটি, মোনাকো ও বেনফিকার বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরামিক শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে ব্যবসায়ীদের প্রতি বাণিজ্য উপদেষ্টার আহ্বান 
আলোকচিত্রী আমির হামজাকে অভিনন্দন জানালেন ফারুকী
ঢাবি’র বিভিন্ন হল ও ভবনের পরিদর্শন অব্যাহত বুয়েটের বিশেষজ্ঞ কারিগরি কমিটির  
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে এশীয় আঞ্চলিক সম্মেলন শুরু
ঢাবির ১৫ গবেষণা কেন্দ্রে পরিচালক নিয়োগে প্রতিবেদন উপস্থাপন
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ 
খুলনা বিএনপির ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ১ জনের স্থগিত
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে বিশেষ দোয়া
নারায়ণগঞ্জে সাবেক ওসি মোরশেদ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
১০