ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : ফেসবুকে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটি পুরোনো ভিডিও সম্পাদিত করে প্রচারের ঘটনা শনাক্ত করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয় যে, শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সামনে বক্তব্য দিচ্ছেন।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে ২০২৪ সালের ১৭ জুলাই জাতির উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার ভাষণের ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড সরিয়ে এবং ভিন্ন অডিও সংযোজন করে সেটি তৈরি করা হয়েছে।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল টুয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৭ জুলাই প্রকাশিত আসল ভিডিও পাওয়া যায়।
সেখানে শেখ হাসিনার শাড়ি, চশমা, বুকের ব্যাজ ও হাতের অবস্থানের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া গেছে। কিন্তু ভিডিওটির ভারতীয় পতাকা এবং ব্যাকগ্রাউন্ডের মিল পাওয়া যায়নি।
এ বিষয়ে বাংলাফ্যাক্ট জানায়, ‘ভারতের দিল্লি থেকে বিশ্ব নেতাদের সামনে শেখ হাসিনা কথা বলছেন’ দাবি করা ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। ২০২৪ সালের ১৭ জুলাইয়ের ভাষণ সম্পাদনা করে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলাফ্যাক্ট কাজ করছে।