মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগিতা শুরু

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৮:৪৫

ঢাকা, ১ জুন ২০২৫ (বাসস) : তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আবারও শুরু হয়েছে ‘মিস্টার ঢাকা’ শরীরগঠন প্রতিযোগিতা। 

এ উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা: কামরুজ্জামান বলেন, বডিবিল্ডিং শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনদর্শন। যেখানে নিয়ম, পরিশ্রম আর আত্মত্যাগের মূল্য দেওয়া হয় সবচেয়ে বেশি।

এবারের প্রতিযোগিতায় ১৫০টি ক্লাবের ২২০ জন শরীরগঠনবিদ ১০টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বডিবিল্ডিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেদ আবদুল্লাহ বাবু, সদস্য মোহাম্মদ ইলিয়াস, রুশলান হোসেন, আবদুল্লাহ খালেদ, শফিক আহমেদ চঞ্চলসহ অন্যান্যরা। 

দুইদিনের এই প্রতিযোগিতায় মেনস ফিজিক (১৬৬ সেমি ও ১৬৬ সেমি), শরীরগঠন (৫৫, ৬০, ৬৫, ৭০, ৮০ ও ৮০+ কেজি ওজন শ্রেনী), মাস্টার্স ক্যাটাগরি (৪০ বছরের উর্ধ্বে) এবং গেস্ট পোজিং ক্যাটাগরিতে শরীরগঠনবিদরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। 

মিস্টার ঢাকা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ঢাকার প্রতিটি এলাকা থেকে উঠে আসা তরুণরা নিজেদের প্রমাণ করতে পারবেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এই মঞ্চে শুধু পেশী নয়, তুলে ধরা হবে আত্মনির্মাণ, চরিত্র, এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার মতো গুণাবলী।

বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী ২০ হাজার, দ্বিতীয় স্থানের জন্য ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা অর্থ পুরস্কার। 

শরীরচর্চা শুধুই দেহগঠনের বিষয় নয়। এটি মন, নীতি ও জাতি গঠনের অংশ। আর মিস্টার ঢাকা সেই শক্তিশালী যাত্রারই প্রথম ধাপ। আগামীকাল সোমবার প্রতিযোগিতার সমাপণী দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
১০