মিস্টার ঢাকা বডিবিল্ডিং প্রতিযোগিতা শুরু

বাসস
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১৮:৪৫

ঢাকা, ১ জুন ২০২৫ (বাসস) : তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আবারও শুরু হয়েছে ‘মিস্টার ঢাকা’ শরীরগঠন প্রতিযোগিতা। 

এ উপলক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা: কামরুজ্জামান বলেন, বডিবিল্ডিং শুধু একটি খেলা নয়, এটি একটি জীবনদর্শন। যেখানে নিয়ম, পরিশ্রম আর আত্মত্যাগের মূল্য দেওয়া হয় সবচেয়ে বেশি।

এবারের প্রতিযোগিতায় ১৫০টি ক্লাবের ২২০ জন শরীরগঠনবিদ ১০টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বডিবিল্ডিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেদ আবদুল্লাহ বাবু, সদস্য মোহাম্মদ ইলিয়াস, রুশলান হোসেন, আবদুল্লাহ খালেদ, শফিক আহমেদ চঞ্চলসহ অন্যান্যরা। 

দুইদিনের এই প্রতিযোগিতায় মেনস ফিজিক (১৬৬ সেমি ও ১৬৬ সেমি), শরীরগঠন (৫৫, ৬০, ৬৫, ৭০, ৮০ ও ৮০+ কেজি ওজন শ্রেনী), মাস্টার্স ক্যাটাগরি (৪০ বছরের উর্ধ্বে) এবং গেস্ট পোজিং ক্যাটাগরিতে শরীরগঠনবিদরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। 

মিস্টার ঢাকা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ঢাকার প্রতিটি এলাকা থেকে উঠে আসা তরুণরা নিজেদের প্রমাণ করতে পারবেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এই মঞ্চে শুধু পেশী নয়, তুলে ধরা হবে আত্মনির্মাণ, চরিত্র, এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার মতো গুণাবলী।

বিজয়ীদের জন্য থাকছে আর্থিক পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী ২০ হাজার, দ্বিতীয় স্থানের জন্য ১৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা অর্থ পুরস্কার। 

শরীরচর্চা শুধুই দেহগঠনের বিষয় নয়। এটি মন, নীতি ও জাতি গঠনের অংশ। আর মিস্টার ঢাকা সেই শক্তিশালী যাত্রারই প্রথম ধাপ। আগামীকাল সোমবার প্রতিযোগিতার সমাপণী দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০