ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৭

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৫ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন মোট ৫৫ হাজার ৯৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ৫৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরো ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পালমার
ইউক্রেন পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু
নির্বাচনকে সামনে রেখে বিএনপি কর্মীদের মাঠে থাকতে হবে : আবুল খায়ের ভূঁইয়া
রাকসুর নবনির্বাচিত কমিটিকে ভিসির অভিনন্দন
পঞ্চগড়ে দিনব্যাপী সাইন্স ফেস্ট অনুষ্ঠিত
নেত্রকোণায় ঘর পেল শহীদ রমজানের পরিবার
রাঙ্গামাটির নানিয়ারচরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য সচিব
শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ টাকার সহায়তা
বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে : সাবেক এমপি শহীদুল আলম
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪,৫৮১ মামলা 
১০