মার্কিন কোম্পানি ফায়ারফ্লাই অ্যারোস্পেস আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে 

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৫

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন কোম্পানি ফায়ারফ্লাই অ্যারোস্পেস মঙ্গলবার বলেছে যে সংস্থাটি নাসার একটি পরীক্ষামূলক কর্মসূচির অধীনে আগামী সপ্তাহে চাঁদে একটি নভোযান পাঠাচ্ছে। নাসা এই অভিযানের ব্যয় কমাতে বাণিজ্যিক খাতের সাথে অংশীদারিত্ব করছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। এই অভিযান সফল হলে, তা হবে, অ্যাপোলো যুগের অবসানের পর দ্বিতীয়বারের মতো আমেরিকার কোন রোবটিক মহাকাশযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণ। 

টেক্সাস-ভিত্তিক ফায়ারফ্লাই স্পেস সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে লিখেছে, ‘বাকল আপ! চাঁদে আমাদের রোড ট্রিপ ১৫ জানুয়ারি বুধবার ইএসটি সকাল ১:১১ এ @স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে চড়ে শুরু হবে।’

কোম্পানির ল্যান্ডার, ব্লু ঘোস্ট, ২ মিটার (৬.৬ ফুট) লম্বা এবং ৩.৫ মিটার (১১.৫ ফুট) চওড়া। এর লক্ষ্য হবে চাঁদের উত্তর-পূর্ব দিকে মারে ক্রিসিয়ামের মধ্যে অবস্থিত মনস ল্যাট্রেইল নামক একটি আগ্নেয়গিরির জায়গায় ১০টি বিজ্ঞান গবেষণা প্রকল্প এবং প্রযুক্তি প্রদর্শনের জন্য সরঞ্জাম সরবরাহ করা। 

ব্লু ঘোস্ট চাঁদের উদ্দেশ্যে ৪৫ দিন ভ্রমণ করবে এবং তারপরে চন্দ্রপৃষ্ঠে ১৪ দিনের পূর্ব পরিকল্পিত কার্যক্রম পরিচালনা করবে। 

ফায়ারফ্লাই অ্যারোস্পেস ২০২১ সালে নাসার বাণিজ্যিক লুনার পেলোড সার্ভিসেস (সিএলপিএস) উদ্যোগের অধীনে ৯৩ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছিল। একটি বেসরকারি চন্দ্র অর্থনীতিকে উৎসাহিত করা এবং বৃহত্তর আর্টেমিস প্রোগ্রামের অংশ হিসাবে সেখানে একটি স্থায়ী উপস্থিতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই প্রোগ্রামটি চাঁদে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পেলোড সরবরাহ করার জন্য নবাগত মহাকাশ সংস্থাগুলোকে নিয়োগ করেছে।

২০২৪ সালের জানুয়ারিতে পেনসিলভানিয়া-ভিত্তিক অ্যাস্ট্রোবোটিক পরিচালিত প্রথম সিএলপিএস মিশনটি ব্যর্থতায় শেষ হয়েছিল।

কোম্পানির পেরেগ্রিন ল্যান্ডারটি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স ভলকান রকেটে চড়ে যাত্রা করেছিল কিন্তু কিছু দিন পরে জ্বালানি লিক হওয়ার কারণে তা হারিয়ে যায়, শেষ পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পুড়ে যায়।

এক মাস পরে, টেক্সাস-ভিত্তিক ল্যান্ডার স্পেস এক্স ফ্যালকন ৯-এ চড়ে যাত্রা করে এবং ২২ ফেব্রুয়ারি সফলভাবে দক্ষিণ মেরুর কাছে চাঁদের পিষ্ঠ স্পর্শ করে। অবতরণ করার সময় এটির একটি পা ভেঙে যায় এবং এক কোণে বিশ্রাম নেয়, যার সৌর প্যানেলগুলো রেডিও চালিয়ে রাখার জন্য পর্যাপ্ত সূর্যালোক গ্রহণ করতে বাধা দেয়। তবুও, মিশনটি বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করেছে, ছবি প্রেরণ করেছে এবং এটিকে ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের পর প্রথম আমেরিকান চন্দ্র অবতরণ হিসেবে চিহ্নিত করেছে।

আজ পর্যন্ত মাত্র পাঁচটি দেশ চাঁদে সফলভাবে মহাকাশযান পরিচালনা করেছে, দেশগুলো হল- সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং জাপান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০