রুয়ান্ডান বাহিনী ও কঙ্গোর সেনাবাহিনীর সংঘর্ষে গোমায় নিহত ১৭

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর অবরুদ্ধ নগরী গোমায় কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে ও রুয়ান্ডা সেনা সমর্থিত এম২৩ বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং প্রায় ৩৭০ জন আহত হয়েছে।

সোমবার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে গোমা থেকে এএফপি জানায়, কঙ্গোর সেনাবাহিনী ও রুয়ান্ডা সেনাবাহিনীর সমর্থিত এম২৩ বাহিনীকে প্রতিরোধ করার জন্য লড়াই করছে।

ডিআরসি-এর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলের প্রধান কেন্দ্র জুড়ে কামান ও হালকা অস্ত্রের গোলা-গুলির শব্দ শোনা যাচ্ছে।

কিগালি জানিয়েছে, রুয়ান্ডা সীমান্তে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গোমার কতটা অংশ কঙ্গোর নিয়ন্ত্রণে তা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। রোববার রাতে এম২৩ সশস্ত্র গোষ্ঠী ও রুয়ান্ডা সৈন্যরা নগরীর কেন্দ্রস্থলে প্রবেশের পরে সংঘর্ষের সূত্রপাত হয়।

গোমার বাসিন্দা লুসি টেলিফোনে এএফপিকে বলেন, ‘আমরা আমাদের বিছানায় আছি, কারণ, আমরা ভয় পাচ্ছি।’ ‘আমরা আমাদের বাড়ির বাইরে গুলির শব্দ শুনতে পাচ্ছি, আমরা বের হতে পারছি না।’

বছরের পর বছর ধরে চুপচাপ থাকার পর ২০২১ সালের শেষের দিকে এম২৩ নতুন করে লড়াই চালিয়ে উত্তর কিভু প্রদেশের বিশাল অংশ দখল করতে শুরু করে।

তবে এই বছরের শুরু থেকে কঙ্গোর সেনাবাহিনীর সাথে তাদের লড়াই তীব্রতর হয়েছে, যা ডিআরসির পূর্বাঞ্চলকে তিন দশক ধরে ব্যস্ত রাখা অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত সহিংসতার সর্বশেষ অধ্যায়।

প্রাদেশিক রাজধানী গোমাকে নিজস্ব নগরী বলে অভিহিত করা ১০ লাখের বেশি মানুষ ছাড়াও যুদ্ধের ফলে বাস্তুচ্যুত প্রায় একই সংখ্যক মানুষ সেখানে বাস করে।

সোমবার নগরীর হাসপাতালগুলোয় ভর্তি হওয়া সংঘর্ষে আহত ৩৬৭ জনকে চিকিৎসা করা হচ্ছে। এএফপির প্রাপ্ত সংখ্যায় কমপক্ষে ১৭ জন নিহতের তালিকায় রয়েছে।

উত্তর কিভু প্রদেশের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রধান মরিয়াম ফ্যাভিয়ার এএফপিকে বলেন, ‘আমাদের শৈল্য চিকিৎসক দলগুলো এখন আহতদের বিশাল স্রোত মোকাবেলায় চব্বিশ ঘন্টা কাজ করছে।’

ফ্যাভিয়ার বলেন, ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডির মতে, এই লড়াই মানবিক সংকটকে আরও তীব্র করেছে এবং এর ফলে এই মাসেই ৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত হয়েছে। এই সংঘাত আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে ।

মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া এক্স-এ বলেছেন, ডিআর কঙ্গো সরকার বলেছে, তারা গোমায় ‘হত্যাকাণ্ড এবং মানুষের জীবনহানি এড়াতে কাজ চালিয়ে যাচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০