গাজা থেকে হামাসকে তাড়াতে চান ট্রাম্প

বাসস
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৫৪

ঢাকা, ৩০ জানুয়ারি, ২০২৫ (বাসস):ফিলিস্তিনের গাজা থেকে স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের তাড়াতে মিশরের ওপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আতিকে বলেছেন, ‘হামাস যাতে আর কখনো গাজা শাসন করতে না পারে তা ঠেকানোর জন্য দুই পক্ষের মধ্যে সব ধরনের সহযোগিতা থাকা প্রয়োজন।’

কায়রো থেকে এএফপি আজ এই খবর জানায়।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরাইলের ওপর আকস্মিক হামলা চালিয়ে ১২১৬ জনকে হত্যা করার পর ইসরাইল সমস্ত শক্তি নিয়ে গাজার উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালায়। এতে মার্কিন সরকার অন্ধভাবে ইসরাইলকে সমর্থন জানায় এবং কার্যত তারা গণহত্যায় জড়িয়ে পড়ে। 

দীর্ঘ দেড় বছরের আগ্রাসনে ইসরাইল ৪৭ হাজার ৬শ’ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করে। যাদের বেশির ভাগই ছিল নারী ও শিশু। কিন্তু তারপরও ইসরাইল হামাসকে নির্মূল করতে পারেনি। বরং হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বন্দি ইসরাইলিদের উদ্ধারের চেষ্টা করছে। 

এদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, ইসরাইল যখন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, তখন ট্রাম্প ক্ষমতায় বসেই গাজাকে হামাস মুক্ত করবে এবং ইসরাইলের নিয়ন্ত্রণে গাজা পরিচালিত হবে। কিন্তু হামাস শুরু থেকেই বলে আসছে ইসরাইরের এই লক্ষ্য কখনো পূরণ হবে না।

ইসরাইল যখন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে তখন ট্রাম্প ক্ষমতায় বসেই গাজাকে ফিলিস্তিনি মুক্ত করতে চাইছেন এবং সেখানকার অধিবাসীদের মিশর ও জর্ডানে চলে যাওয়ার কথা বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০