হেগসেথের সাথে জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর ফোনালাপ

বাসস
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৩:২১

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৫ (বাসস): নতুন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জাপানি প্রতিরক্ষা মন্ত্রী গেন নাকাতানি এক টেলিফোন আলাপে দু’দেশের সম্পর্ক জোরদারকল্পে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে সম্মত হয়েছেন। টোকিও থেকে এএফপি’র খবরে এ কথা বলা হয়। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, জোট বলবৎ রাখতে ফোনে হেগসেথ তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নিজেদের কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামোর আপগ্রেডের কথা উল্লেখ করে পিট হেগসেথ বলেছেন, জাপানের দক্ষিণ-পশ্চিমে জোটের (জাপান-আমেরিকা জোটের) কর্মপরিধি বাড়বে।

জাপান এবং যুক্তরাষ্ট্র একে অপরের বৃহৎ বিনিয়োগকারী দেশ। এছাড়া জাপানে আমেরিকার ৫৪,০০০ সেনা অবস্থান করছে। যাদের বেশিরভাগের স্টেশন ওকিনাওয়াতে। যা তাইওয়ানের পূর্বে অবস্থিত। 

বিবৃতিতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, প্রতিরক্ষা মন্ত্রী নাকাতানি চলমান এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মধ্যে জোটের প্রতিরোধ ও প্রতিক্রিয়া জানাতে জাপান জোটের শক্তি বৃদ্ধিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সাথে কাজ করতে চায়।  

এছাড়া নাকাতানি পুনরায় নিশ্চিত করেছেন যে জাপান এবং আমেরিকার মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা চুক্তির ৫ অনুচ্ছেদ সেনকাকুর দ্বীপমালার ক্ষেত্রে প্রযোজ্য হবে।  

জনবসতিহীন এই দ্বীপমালা জাপানে সেনকাকু আর চীনে দিয়াওয়ু হিসাবে পরিচিত, এটি নিয়ে জাপান এবং চীনের মধ্যে বৈরিতা আছে। ওই দ্বীপমালাটিকে চীন তার নিজের বলে দাবি করে আসছে, যদিও দ্বীপমালাটি জাপান শাসিত।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
১০