ভারতে অর্থনীতি চাঙ্গা করতে আয়কর হ্রাসের ঘোষণা

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫০

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ভারতের অর্থমন্ত্রী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অর্থনীতিকে চাঙা করতে ও ভোক্তা ব্যয় বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক আয়কর হ্রাসের ঘোষণা দিয়েছেন।

নয়াদিল্লি থেতে এএফপি আজ জানায়, গত বছর দেশটির প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি থাকলেও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি চলতি অর্থবছরে কোভিড মহামারির পর সবচেয়ে ধীরগতিতে প্রবৃদ্ধি অর্জনের পথে রয়েছে। 

উচ্চ খাদ্য মূল্যস্ফীতি ও স্বল্প মজুরি বৃদ্ধি নগর অঞ্চলে ভোক্তা ব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।

সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘নতুন কাঠামো মধ্যবিত্ত শ্রেণির করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমাবে এবং তাদের হাতে বেশি অর্থ থাকবে, যা পারিবারিক ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘সব করদাতাদের সুবিধার জন্য কর কাঠামো ও হার সর্বস্তরে পরিবর্তন করা হচ্ছে।’

অর্থমন্ত্রী জানান, বার্ষিক ১২ লাখ রুপি (১৩,৮০০ ডলার) পর্যন্ত আয়ের ব্যক্তিরা এখন কার্যত আয়কর মুক্ত থাকবেন।

এটি আগের ৭ লাখ রুপি করমুক্ত সীমার প্রায় দ্বিগুণ।

২০২০ সালে চালু হওয়া নতুন কর ব্যবস্থা অনুযায়ীও ছাড় দেওয়া হয়েছে, যেখানে বার্ষিক ১৬ লাখ থেকে ২৪ লাখ রুপি আয়ের ক্ষেত্রে কর হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০-২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সীতারামন বলেন, ‘ভারতের প্রবৃদ্ধির মূল ভিত্তি হলো মধ্যবিত্ত শ্রেণি।’

এই পরিবর্তনের ফলে ভারত সরকার ১ ট্রিলিয়ন রুপি (১১.৫ বিলিয়ন ডলার) রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে জানান তিনি।

চলতি অর্থবছরে ভারতের বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪.৮ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে, যা গত বছরের ৪.৯ শতাংশের পূর্বাভাসের তুলনায় কম। এটি মূলত কম মূলধনী ব্যয়ের কারণে সম্ভব হতে পারে।

অর্থমন্ত্রীর ভাষণের সময় প্রাথমিকভাবে ঊর্ধ্বমুখী হওয়া বেঞ্চমার্ক নিফটি সূচক পরে নেমে যায়। মুম্বাই শেয়ারবাজারের বিশেষ বাজেট ট্রেডিং সেশনে শনিবার দুপুরে ০.১৯ শতাংশ নিচে লেনদেন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের আশঙ্কা: বিজিবি 
নাটোরে কিডনি রোগ প্রতিরোধে সভা ও হেলথ ক্যাম্প
বরগুনায় নদী ভাঙন থেকে বিদ্যালয় রক্ষায় উদ্যোগ
ব্রেক্সিট পরবর্তী প্রথম শীর্ষ সম্মেলন: যুক্তরাজ্য-ইউরোপ সম্পর্কের নতুন অধ্যায়
গাজায় ‘ফ্রিডম জোন’ তৈরির পরিকল্পনা ট্রাম্পের
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি ইসরাইলের
ফ্লোরিডায় দোষী সাব্যস্ত সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকর
পঞ্চগড়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক ১
ইরান ও সিরিয়া বিষয়ে নেতানিয়াহুর সাথে রুবিও’র আলোচনা হয়েছে
ওয়ালমার্টের শক্তিশালী ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ, শুল্কের কারণে মূল্য বৃদ্ধির আশঙ্কা
১০