সুদানে বাজারে হামলায় ৪০ জন নিহত

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২
সুদানের ওমদুরমান শহরের হামলা। ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : সুদানের ওমদুরমান শহরের একটি বাজারে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে ৪০ জন নিহত হয়েছেন। শনিবার এক হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

পোর্ট সুদান থেকে এএফপি জানায়, নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে অনিচ্ছুক আল-নাও হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘এখনও আহতদের হাসপাতালে আনা হচ্ছে।’ হামলাটি চালিয়েছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ-এর ভয়াবহ সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

রাজধানী খার্তুমে দীর্ঘদিনের অচলাবস্থার পর সেনাবাহিনী সম্প্রতি পাল্টা অভিযান চালিয়ে তাদের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ঘাঁটি পুনরুদ্ধার করেছে।

তবে আরএসএফ এখন শহরের বিভিন্ন এলাকা থেকে সরে গিয়ে রাজধানীর উপকণ্ঠে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবারের হামলার গোলাগুলির উৎস ছিল ওমদুরমানের পশ্চিম দিক, যেখানে এখনও আরএসএফ-এর নিয়ন্ত্রণ রয়েছে। সম্প্রতি বাজারের সাধারণ মানুষ লক্ষ্যবস্তু হয়েছে এমন আরও কিছু হামলা হয়েছে।

এর একদিন আগে আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো ঘোষণা করেছেন যে, তিনি সেনাবাহিনীকে রাজধানী থেকে উৎখাত করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
সবুজের ক্যানভাস খ্যাত খাগড়াছড়ির স্বপ্নের এলাকা নিউজিল্যান্ড
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক ডিম দিবস পালিত
প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৬
১০