সুদানে বাজারে হামলায় ৪০ জন নিহত

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২
সুদানের ওমদুরমান শহরের হামলা। ছবি : সংগৃহীত

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : সুদানের ওমদুরমান শহরের একটি বাজারে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে ৪০ জন নিহত হয়েছেন। শনিবার এক হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

পোর্ট সুদান থেকে এএফপি জানায়, নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে অনিচ্ছুক আল-নাও হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘এখনও আহতদের হাসপাতালে আনা হচ্ছে।’ হামলাটি চালিয়েছে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ-এর ভয়াবহ সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক কোটিরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

রাজধানী খার্তুমে দীর্ঘদিনের অচলাবস্থার পর সেনাবাহিনী সম্প্রতি পাল্টা অভিযান চালিয়ে তাদের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ঘাঁটি পুনরুদ্ধার করেছে।

তবে আরএসএফ এখন শহরের বিভিন্ন এলাকা থেকে সরে গিয়ে রাজধানীর উপকণ্ঠে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবারের হামলার গোলাগুলির উৎস ছিল ওমদুরমানের পশ্চিম দিক, যেখানে এখনও আরএসএফ-এর নিয়ন্ত্রণ রয়েছে। সম্প্রতি বাজারের সাধারণ মানুষ লক্ষ্যবস্তু হয়েছে এমন আরও কিছু হামলা হয়েছে।

এর একদিন আগে আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো ঘোষণা করেছেন যে, তিনি সেনাবাহিনীকে রাজধানী থেকে উৎখাত করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু 
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
১০