ব্রিকস দেশগুলোর ওপর ফের ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের 

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০২

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আবারও ব্রিকস (BRICS) জোটভুক্ত দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এদিকে, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের জন্য নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন যে, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস জোট যুক্তরাষ্ট্রের ডলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো বিকল্প মুদ্রা চালু করলে তিনি ওই দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন। বৃহস্পতিবার রাতে তিনি আবারও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘ব্রিকস দেশগুলো যখন ডলার থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করছে, তখন আমরা শুধু বসে বসে চেয়ে দেখব- সেই যুগ শেষ।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বৈরী দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি চাই যে তারা নতুন কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না এবং অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের প্রতিস্থাপক হিসেবে সমর্থন দেবে না। অন্যথায়, তারা ১০০% শুল্কের সম্মুখীন হবে।’

ফেব্রুয়ারি ১-এর মধ্যে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার সময়সীমা ঘনিয়ে আসার প্রাক্কালে ট্রাম্পের এই মন্তব্য এলো। তিনি দাবি করেছেন, ওই দেশগুলো যদি অবৈধ অভিবাসন ও যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচার বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকে এই শুল্কের মুখোমুখি হতে হবে।

এদিকে, ট্রাম্প চীনকেও আলাদাভাবে হুমকি দিয়েছেন। ব্রিকস জোটের সদস্য চীনের ওপর তিনি অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ফেব্রুয়ারি ১ থেকে কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ভারসাম্যহীনতা ও ফেন্টানিল সরবরাহে চীনের ভূমিকার অভিযোগে তিনি এই সিদ্ধান্ত নিতে চলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
সবুজের ক্যানভাস খ্যাত খাগড়াছড়ির স্বপ্নের এলাকা নিউজিল্যান্ড
ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক ডিম দিবস পালিত
প্রিজাইডিং অফিসারই হবেন সেই কেন্দ্রের ‘চিফ ইলেকশন অফিসার’ : সিইসি নাসির উদ্দিন
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৬
১০