পশ্চিমতীরে ইসরাইলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৯

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস)  : ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পশ্চিম তীরের জেনিন এলাকায় ইসরাইলি সামরিক বাহিনীর পৃথক হামলায় এক কিশোরসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনের রামাল্লা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইল এই সামরিক অভিযানকে ‘আয়রন ওয়াল’ নামে অভিহিত করেছে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিনের মধ্যেই শুরু হয়। 
মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ইসরাইলি বিমান হামলায় জেনিনের পূর্বাঞ্চলের একটি এলাকায় ১৬ বছর বয়সী আহমেদ আল-সাদি নিহত এবং আরো দু’জন গুরুতর আহত হয়েছেন।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব এএফপিকে বলেন, শিশু (সাদি) নিহত হওয়ার পর কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরাইলি বাহিনী ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। 

মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় হামলায় একটি গাড়ি লক্ষ্য করে পার্শ্ববর্তী কাবাতিয়া শহরে দুইজন নিহত হয় এবং তৃতীয় হামলায় মধ্য জেনিনে দুইজন নিহত হয়। ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা কাবাতিয়া এলাকায় একটি গাড়িতে হামলা চালিয়েছে।

গত মাসে, ইসরাইলি সামরিক বাহিনী পশ্চিম তীরের জেনিন এলাকা থেকে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূল করার লক্ষ্যে ’আয়রন ওয়াল নামে একটি আক্রমণ শুরু করে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীরা কমপক্ষে ৮৮১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে অনেক জঙ্গিও রয়েছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, একই সময়ে ফিলিস্তিনিদের হামলা বা ইসরাইলি সামরিক অভিযানে কমপক্ষে ৩০ জন ইসরাইলি নিহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০