ট্রাম্পের শুল্কনীতির বৈশ্বিক প্রভাব নিয়ে ‘গভীর উদ্বিগ্ন’ জাপান : অর্থমন্ত্রী

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৪

ঢাজা, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : কানাডা, মেক্সিকো ও চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক শুল্কনীতির সম্ভাব্য প্রভাব নিয়ে জাপান ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।

টোকিও থেকে এএফপি জানায়, রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে জাপানের অর্থমন্ত্রী কাতসুনোবু কাতো বলেন, 'এসব শুল্ক বৈশ্বিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।'

ট্রাম্প মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ কর হবে বলে ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, ইতোমধ্যে বিভিন্ন মাত্রার শুল্কের সম্মুখীন হওয়া চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক বসবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

এই সিদ্ধান্ত জ্বালানি, অটোমোবাইল ও খাদ্যসহ বিভিন্ন সরবরাহ শৃঙ্খলে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফুজি টিভির এক অনুষ্ঠানে কাতো আরও বলেন, ট্রাম্পের শুল্কনীতির ফলে বৈদেশিক মুদ্রাবাজার কীভাবে প্রভাবিত হতে পারে, তা 'সতর্কভাবে নিরূপণ' করা দরকার।

তিনি বলেন, 'জাপানের  এসব নীতির প্রভাব বিশদভাবে পর্যবেক্ষণ করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।'

ট্রাম্প বলেছেন, এই শুল্ক আরোপের উদ্দেশ্য হলো অবৈধ অভিবাসন এবং ফেন্টানিলসহ মাদকদ্রব্যের প্রবাহ ঠেকানো।

তবে চীন, কানাডা ও মেক্সিকো ইতিমধ্যে এই শুল্কের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা 'সমুচিত পাল্টা ব্যবস্থা' গ্রহণ করবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে ওয়াশিংটনের বিরুদ্ধে মামলা করবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম বলেছেন, তার দেশ পাল্টা শুল্ক আরোপ করবে।

একইভাবে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দেশও ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করবে, যা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের (১০৬.৬ বিলিয়ন মার্কিন ডলার) মার্কিন পণ্যের ওপর প্রযোজ্য হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে জুন মাসের পিএমআই সম্প্রসারণের হার ৫৩.১ রেকর্ড করা হয়েছে
টানা ৩০ বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয় অব্যাহত অস্ট্রেলিয়ার
বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
গিল-দীপের নৈপুন্যে দারুণভাবে সিরিজে সমতা ফেরাল ভারত
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় পিকআপ চালক ও মিরসরাইয়ে শিশু নিহত
৬০ দিনের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আবেদনের নিষ্পত্তি চায় এনডিএম
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের চার ব্যাংক হিসাব অবরুদ্ধ
শ্রীলংকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের
চাঁদপুরে মেয়াদাত্তীর্ণ ওষুধ ও খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ওএমএস কার্যক্রম শুরু
১০