টানা ৩০ বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয় অব্যাহত অস্ট্রেলিয়ার

বাসস
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৭:৪৮

ঢাকা, ৭ জুলাই, ২০২৫ (বাসস) : টানা ৩০ বছর ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ধারা অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া। গতরাতে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১৩৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম টেস্ট ১৫৯ রানে জিতেছিল অসিরা। ফলে এক ম্যাচ বাকী রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

এতে ১৯৯৫ সাল থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখল অস্ট্রেলিয়া। এই ৩০ বছরে ১৪ সিরিজের মধ্যে ১২টিই জয় পেয়েছে অসিরা। বাকী দুই সিরিজ ড্র হয়। 

গ্রেনাডায় তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২১ রান করেছিল অস্ট্রেলিয়া। ৩ উইকেট হাতে নিয়ে ২৫৪ রানে এগিয়ে ছিল অসিরা। 

চতুর্থ দিন বাকী ৩ উইকেটে মাত্র ২২ রান যোগ করে ২৪৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ২৭৭ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। ২৬ রান নিয়ে শুরু করে ৩০ রানে থামেন অ্যালেক্স ক্যারি। 

ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৪ উইকেট নেন। 

রান তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ৭১ রানে ৫ ও ১৪৩ রানে সব উইকেট হারায় ক্যারিবীয়রা। দলের হয়ে কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরির ধারে কাছে যেতে পারেননি। সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক রোস্টন চেজ। 

দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন নয় নম্বরে নামা শামার। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও নাথান লিঁও ৩টি করে উইকেট নেন। দুই ইনিংসে ৬৩ ও ৩০ রান করে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার ক্যারি। 

আগামী ১৩ জুলাই থেকে কিংস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কটিয়াদী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
গোপালগঞ্জের মহেশপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
১০