গ্রীসের পর্যটন দ্বীপ সান্তোরিনিতে ভূমিকম্প

বাসস
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০০

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস)  : গ্রীসের অন্যতম পর্যটন নগরী সান্টোরিনি দ্বীপে রাতভর নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে মানুষ বাইরে ঘুমাতে বাধ্য হয়েছে এবং অনেকে বিমান বা ফেরিতে করে চলে গেছেন। সোমবার গণমাধ্যমের খবরে এ কথা  বলা হয়েছে।

গ্রীসের এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

 রোববার বিকেলে সমুদ্রে বা আশেপাশের দ্বীপগুলোতে ২০০ টিরও বেশি স্বল্পমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ৪ দশমিক ৬ মাত্রার ছিল। সান্তোরিনি এবং আমোরগোসের মধ্যবর্তী পানিতে আঘাত হেনেছে।

ন্যাশনাল অবজারভেটরির জিওডাইনামিক্স ইনস্টিটিউট জানিয়েছে, সোমবার সকাল ৭:১০ ঘটিকায় সান্তোরিনির কাছে ছোট দ্বীপ আনাফির উত্তর-পশ্চিমে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

গ্রীক সংবাদ মাধ্যম জানিয়েছে, অনেক লোক তাদের গাড়িতে অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিরাপদ স্থানে রাত কাটিয়েছেন।

সংবাদ মাধ্যমে বলা হয়েছে, অনেকেই বিমান বা ফেরিতে দ্বীপ ছেড়ে চলে গেছেন।

প্রায় ১৫ হাজার ৫ শত জনসংখ্যার দ্বীপের স্কুলগুলি সোমবার বন্ধ ছিল।

গ্রীক কর্তৃপক্ষ জনগণকে আবদ্ধ স্থানে বড় সমাবেশ এড়াতে এবং নির্দিষ্ট বন্দর, পরিত্যক্ত ভবন এবং খালি সুইমিং পুল থেকে দূরে থাকতে বলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০