ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় নিহতদের ২৮ জন ফিগার স্কেটিং দলের সদস্য

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গত সপ্তাহে ওয়াশিংটনে একটি যাত্রীবাহী জেট ও একটি সামরিক হেলিকপ্টারের মধ্যে আকাশে সংঘর্ষে নিহতদের প্রায় অর্ধেকই ফিগার স্কেটিং দলের সদস্য।

মার্কিন  স্কেটিং কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি সোমবার এ খবর জানায়।

মার্কিন ফিগার স্কেটিং প্রধান স্যামুয়ল অক্সিয়ার এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনায় নিহত ৬৭ জনের মধ্যে ২৮ জনই এই  খেলার সাথে যুক্ত ছিলেন।

অক্সিয়ার বলেন, আমরা এই ফ্লাইটে ফিগার স্কেটিং কমিউনিটির ২৮ জন সদস্যকে হারিয়েছি বলে নিশ্চিত করতে পারি। তারা ছিলেন অসাধারণ ক্রীড়াবিদ, যত্নশীল এবং সহায়ক পরিবারের সদস্য। কোচরা তাদের ক্রীড়াবিদদের জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন। তারা আমাদের বিশ্বব্যাপী স্কেটিং কমিউনিটির প্রিয় সদস্য ছিলেন। আমরা তাদের মৃত্যুতে সমন্বিতভাবে শোক প্রকাশ করছি।’

সাবেক রাশিয়ান বিশ্ব জুটি চ্যাম্পিয়ন এভজেনিয়া শিশকোভা এবং ভাদিম নাউমভসহ চার কোচ ওই দুর্ঘটনায় প্রাণ হারান ।

ইনস্টাগ্রামে একটি পোস্টে, দুর্ঘটনায় নিহত ইউএস ফিগার স্কেটিংয়ের ১১ জন তরুণ স্কেটারকে শনাক্ত করেছে, যাদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। বাকি ১৩ জন নিহত ছিল ফিগার স্কেটিং দলের সদস্য।

যাত্রীরা গত মাসে ইউএস চ্যাম্পিয়নশিপের পর উইচিতায় অনুষ্ঠিত ইউএস ফিগার স্কেটিং-এর জাতীয় উন্নয়ন শিবির থেকে ফিরছিলেন।

অক্সিয়ার বলেন, ট্র্যাজেডিতে সরাসরি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। আগামী নিহতদের প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

ইউএস ফিগার স্কেটিং দল ২ মার্চ ওয়াশিংটনের ক্যাপিটালস আইস হকি দলের সাথে অংশীদারিত্বে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে, যার সমস্ত অর্থ ইউএস ফিগার স্কেটিং পরিবারের সহায়তা তহবিলে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০