অভিশংসনের শুনানির জন্য ইউন আবারও আদালতে

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সামরিক আইন ঘোষণার কারণে গ্রেপ্তার ও দায়িত্ব থেকে বরখাস্ত হওয়া দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়ুল, মঙ্গলবার আবারও আদালতে হাজির হয়েছেন।

তাকে আনুষ্ঠানিক ভাবে পদ থেকে অপসারণ করা হবে কিনা তা শুনানিতে নির্ধারণ করা হবে। সিউল থেকে এএফপি এ খবর জানায়।

সাবেক প্রসিকিউটর ইউন, ৩ ডিসেম্বর বেসামরিক শাসন স্থগিত করে সামরিক আইন ঘোষণা করেন এবং সংসদে সৈন্য প্রেরণ করে গণতান্ত্রিক দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত করেন।

বিরোধী আইন প্রণেতাদের বিরোধিতায় তার সামরিক আইন জারির প্রচেষ্টা মাত্র ছয় ঘন্টা স্থায়ী হয় এবং পরে এই পদক্ষেপের জন্য তাকে অভিশংসিত করা হয়।

একটি পৃথক ফৌজদারি তদন্তের অংশ হিসেবে, ইউনকে জানুয়ারির মাঝামাঝি সময়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়। তিনিই প্রথম দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান যিনি গ্রেপ্তার হন।

তাকে আটক রাখা হলেও সাংবিধানিক আদালতে তিনি অভিশংসনের শুনানিতে অংশ নিচ্ছেন। এই শুনানি তার অভিশংসন বহাল রাখা হবে কিনা তা নির্ধারণ করবে। আদালত অভিশংসন বহাল রাখলে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ৬০ দিনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

স্থানীয় সময় দুপুর ২ টায় (গ্রিনিচ মান সময় ০৫০০ টায়) শুনানিতে অংশ নিতে একটি কালো এসইউভির গাড়ি বহর মঙ্গলবার ইউনকে আদালতে নিয়ে আসে।

মঙ্গলবারের শুনানিতে দুই সাবেক সামরিক কমান্ডার ও একজন সাবেক গুপ্তচর সংস্থার কর্মকর্তা সাক্ষ্য দেবেন।

ইতোপূর্বে ইউন রাজনীতিবিদদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন বলে আইন প্রণেতাদের সামনে সাক্ষ্য দিয়েছিলেন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক উপ-পরিচালক হং জ্যাং-ওন। তবে, ইউন এই ধরনের আদেশ দেওয়ার কথা অস্বীকার করেন।

৬৪ বছর বয়সী ইউনকে জানুয়ারিতে প্রসিকিউটররা ‘বিদ্রোহের মূল নেতা’ বলে অভিযুক্ত করেন। প্রেসিডেন্ট হিসেবে ‘বিদ্রোহের’ দায়ে তার পৃথক ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। দোষী সাব্যস্ত হলে তার জেল অথবা মৃত্যুদণ্ড হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০