দুর্নীতিগ্রস্ত’ ভাবমূতি দূর করার অঙ্গীকার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

বাসস
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১
দুর্নীতিগ্রস্ত’ ভাবমূতি দূর করার অঙ্গীকার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। ছবি ; বাসস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমার দিশানায়েকে মঙ্গলবার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার বার্ষিকী উদযাপনকালে দরিদ্র দ্বীপ দেশটির ‘দুর্নীতিগ্রস্ত’ ভাবমূর্তি পরিবর্তনের অঙ্গীকার করেছেন।

স্বঘোষিত মাকর্সবাদী অনুঢ়া কুমার দিশানায়েকে ১৯৪৮ সালে ক্ষমতা হস্তান্তর উপলক্ষ্যে জেট ফ্লাইওভার এবং ঘোড়ার কুচকাওয়াজের মতো সাধারণ বিস্তৃত সামরিক অনুষ্ঠান পরিত্যাগ করেছিলেন।

তিনি বলেছেন, তার সরকার সরকারি কর্মকাণ্ডে অযৌক্তিক ব্যয় কমানোর প্রতিশ্রুতি মেনে ছোট পরিসরে সামরিক কুচকাওয়াজের আয়োজন করে।

জাতির উদ্দেশ্যে এক বার্তায় তিনি বলেন, ‘দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার জন্য পরিচিত দেশ থেকে শ্রীলঙ্কার বৈশ্বিক ভাবমূর্তি পরিবর্তনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

‘অগণিত বাধা এবং অতীতের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার গভীরে প্রেথিত ত্রুটি সত্বেও নাগরিকদের সম্মিলিত ইচ্ছাশক্তি দ্বারা নির্মিত জনগণের সরকার ক্রমাগত এগিয়ে চলছে’।

দিশানায়েকের সরকার গত বছরের শেষের দিকে দ্বিপাক্ষিক এবং বেসরকারি ঋণদাতাদের সাথে দীর্ঘ বিলম্বিত ঋণ পরিশোধ সম্পন্ন করে। যার ফলে শ্রীলঙ্কার দেউলিয়া রাষ্ট্রের মর্যদা শেষ হয়।

খাদ্য, জ্বালানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ার পর, শ্রীলঙ্কা ২০২২ সালের এপ্রিলে ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে খেলাপি হয়।

অভূতপূর্ব অর্থনৈতিক মন্দার কারণে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে পদত্যাগ করতে বাধ্য হন।
তার উত্তরসূরী রনিল বিক্রমাসিংহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বেইলআউট ঋণ নিশ্চিত করেন।

গত সেপ্টেম্বরে নির্বাচনে বিক্রমাসিংহেকে পরাজিত করে দিশানায়েকে তার পূর্বসূরির প্রশাসনের অধীনে প্রবর্তিত কঠোর ব্যবস্থা বজায় রেখেছেন এবং চার বছরের আইএমএফ বেলআউট কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

দিশানায়েকে বলেছেন, ‘নতুন সরকার হিসেবে, গত চার মাসে আমরা একটি স্থিতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপন করেছি এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করেছি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০