ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় নিহতদের সকলের মৃতদেহ উদ্ধার হয়েছে

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৯

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস)  : কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের কাছে মধ্য আকাশে একটি যাত্রীবাহী বিমান এবং মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষে দু’টোই পোটোম্যাক নদীতে পড়ে যায় এবং ৬৭ জন নিহত হয়। উদ্ধারকারী দল পোটোম্যাক নদী থেকে  দুর্ঘটনায় নিহত সকল মৃতদেহ উদ্ধার করেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

উদ্ধার প্রচেষ্টায় জড়িত বিভিন্ন সরকারি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ছাড়া বাকি সকল মৃতদেহ শনাক্ত করা হয়েছে। সংস্থাটি আরো জানায়, ২০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক মার্কিন বিমান দুর্ঘটনা এটি।

পোটোম্যাক নদীর বরফ জমা পানি থেকে আমেরিকান ঈগল এয়ারলাইন্স পরিচালিত বোম্বার্ডিয়ার সিআরজে-৭০০ নামের যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত ক্রুরা ডান ডানা, ফিউজলেজের কেন্দ্র অংশ, বাম ডানার অংশ এবং রাডার সহ কিছু অংশ উদ্ধার করেছে। 

শহরের সংস্থাগুলো জানিয়েছে, বিমানের উদ্ধারের কাজ শেষ হলে হেলিকপ্টারটির উদ্ধারের কাজ শুরু হবে।

গত বুধবারের দুর্ঘটনায় বিমানের ষাট যাত্রী এবং চারজন ক্রু সদস্য এবং মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে থাকা তিনজন সৈন্য নিহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০