সুইডেনে স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১০: পুলিশ

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সুইডেনের একটি শিক্ষা কেন্দ্রে একজন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। তবে এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে। সুইডেনের স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পুলিশ এএফপিকে জানায়, হামলাকারীসহ এগারো জন নিহত হয়েছে। সুইডেনের পশ্চিমাঞ্চলে ওরেব্রো শহরে এ হত্যাকাণ্ড ঘটে। 

সুইডেনের প্রধানমন্ত্রী এ হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন।

সুইডেনে স্কুলে হামলা তুলনামূলকভাবে বিরল। তবে দেশটিতে গ্যাং সহিংসতার সাথে যুক্ত গুলিবর্ষণ এবং বোমা হামলার ঘটনা ঘটছে, যা প্রতি বছর কয়েক ডজন মানুষকে হত্যা করে।

আহতদের সংখ্যা বা তাদের অবস্থা কতটা গুরুতর সে সম্পর্কে পুলিশ কোনও মন্তব্য করেনি। ওরেব্রো পুলিশ জানিয়েছে, গুলি চালানোর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

কোনও আদর্শিক উদ্দেশ্য ছাড়াই এ হামলা হয়েছে। তবে অপরাধী একাই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

পুলিশ নিহতদের পরিচয় বা বয়স সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। এমনকি তারা স্কুলের ছাত্র নাকি শিক্ষক ছিল তাও প্রকাশ করেনি।

যদিও এই ধরনের গুলিবর্ষণের ঘটনা বিরল। সুইডেনে স্কুলে হামলার ঘটনা বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কয়েকটি বড় হামলা ঘটেছে। ২০২২ সালের মার্চে মালমোতে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে দুই শিক্ষক নিহত হন। 

দুই মাস আগে, ক্রিস্টিয়ানস্টাডের ছোট শহরটির একটি স্কুলে ছুরি দিয়ে আরেক ছাত্র এবং একজন শিক্ষককে আহত করার পর ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, ২০১৫ সালের অক্টোবরে ট্রোলহ্যাটান শহরের একটি স্কুলে বর্ণবাদী হামলায় তিনজন নিহত হয়। পরে পুলিশ তরবারিধারী ওই হামলাকারীকে গুলি করে হত্যা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০