ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয়: সৌদি আরব

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক মন্তব্যের প্রেক্ষিতে সৌদি আরব বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে তারা ইসরাইলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক করবে না। রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ‘ঘটতে চলেছে’। ‘আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা ‘শুধু সম্ভব নয়, আমি মনে করি, এটি ঘটবে’। 

তার এমন মন্তব্যের পরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তা ছাড়া ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।’ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পূর্বসূরি জো বাইডেন উভয়ই ইসরাইল ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ককে সমর্থন করেছেন।

গাজা সংঘাতের শুরুতে রিয়াদ এই বিষয়ে অস্থায়ী আলোচনা স্থগিত করে এবং যুদ্ধ অব্যাহত থাকায় তাদের বক্তব্য আরও কঠোর করে।

ট্রাম্প প্রশাসন ২০২০ সালে চুক্তির মধ্যস্থতা করলে ইসরাইল সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং বাহরাইনের সাথে সম্পর্ক স্থাপন করে। এটি আরব বিশ্বের সবচেয়ে ধনী অর্থনীতি এবং ইসলামের দুটি পবিত্র স্থানের অভিভাবক সৌদি আরবের সাথে একই ধরণের চুক্তির আশা জাগায়।

সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেয় না, তবে ২০২০ সাল থেকে মার্কিন প্রতিরক্ষা চুক্তি এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটনের সহায়তার বিনিময়ে সম্পর্ক স্থাপনের জন্য আলোচনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
১০