ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয়: সৌদি আরব

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪১

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক মন্তব্যের প্রেক্ষিতে সৌদি আরব বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে তারা ইসরাইলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক করবে না। রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ‘ঘটতে চলেছে’। ‘আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা ‘শুধু সম্ভব নয়, আমি মনে করি, এটি ঘটবে’। 

তার এমন মন্তব্যের পরই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৌদি আরব তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তা ছাড়া ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।’ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পূর্বসূরি জো বাইডেন উভয়ই ইসরাইল ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ককে সমর্থন করেছেন।

গাজা সংঘাতের শুরুতে রিয়াদ এই বিষয়ে অস্থায়ী আলোচনা স্থগিত করে এবং যুদ্ধ অব্যাহত থাকায় তাদের বক্তব্য আরও কঠোর করে।

ট্রাম্প প্রশাসন ২০২০ সালে চুক্তির মধ্যস্থতা করলে ইসরাইল সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং বাহরাইনের সাথে সম্পর্ক স্থাপন করে। এটি আরব বিশ্বের সবচেয়ে ধনী অর্থনীতি এবং ইসলামের দুটি পবিত্র স্থানের অভিভাবক সৌদি আরবের সাথে একই ধরণের চুক্তির আশা জাগায়।

সৌদি আরব ইসরাইলকে স্বীকৃতি দেয় না, তবে ২০২০ সাল থেকে মার্কিন প্রতিরক্ষা চুক্তি এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে ওয়াশিংটনের সহায়তার বিনিময়ে সম্পর্ক স্থাপনের জন্য আলোচনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০