শিরোনাম
ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা গাজার নিয়ন্ত্রণভার নিবে, খবর এএফপি’র।
ঐ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজার দখল নিয়ে আমেরিকা সেখানকার অবিস্ফোরিত বোমাগুলো থেকে মানুষকে মুক্তি দিবে, পতিত গাজাকে সমান করবে এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরগুলো সরিয়ে ফেলবে। তিনি আরো বলেছেন, আমেরিকা গাজার অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। যা গাজাতে অসংখ্য চাকরির সুযোগ সৃষ্টি করবে; সেখানে নতুন নতুন বাড়িঘর গড়ে উঠবে। তবে সেইসব বাড়িঘরে কারা ফিরে আসবে সে বিষয়ে ট্রাম্পের বক্তব্য স্পষ্ট না।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গাজার মানুষের উচিত হবে অন্য দেশে চলে যাওয়া। উপস্থিত নেতানিয়াহু ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, ট্রাম্পের মত বন্ধু কখনো ইসরাইলের ছিল না।
নেতানিয়াহু আরো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা বিষয়ে পরিকল্পনা ইতিহাস বদলে দিতে পারে। সেজন্য আমাদের উচিত হবে তার পরিকল্পনায় মনোযোগ দেওয়া।”