ফিলিস্তিনিদের জোরপূর্বক পুনর্বাসন পরিকল্পনার ‘তীব্র বিরোধিতা’ মালয়েশিয়ার

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ আপডেট: : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মালয়েশিয়া বৃহস্পতিবার জানিয়েছে, তারা গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক যেকোনো পুনর্বাসনের পরিকল্পনার ‘তীব্র বিরোধিতা’ করে। কুয়ালালামপুর থেকে এএফপি এ খবর জানায়।

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখলের মার্কিন যুক্তরাষ্ট্রের এক অভিনব প্রস্তাব পেশ করার পর দেশটি এই প্রতিবাদ জানায়। এই ধরনের প্রস্তাবকে অমানবিক, জাতিগত নির্মূলের শামিল এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের একাধিক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মালয়েশিয়া এমন যেকোনো প্রস্তাবের তীব্র বিরোধিতা করে যা ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করতে পারে।‘

ট্রাম্প মঙ্গলবার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা পুনর্নির্মাণ করবে এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে পরিণত করবে, তবে কীভাবে প্রায় দুই মিলিয়ন ফিলিস্তিনিকে এই ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া যেতে পারে তার বিস্তারিত বিবরণ দেননি। ‘

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একতরফা এবং বলপ্রয়োগে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে উপেক্ষা করে এবং তাদের স্বাধীনতা লঙ্ঘন করে এমন সমাধান চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য, অযৌক্তিক এবং এই অঞ্চলের দীর্ঘতম সংঘাতগুলো মধ্যে একটিকে আরও গভীর করবে।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার ইসরাইলের সাথে কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক নেই এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির অনেকেই ফিলিস্তিনিদের সমর্থন করে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০০৭ সাল থেকে গাজা শাসনকারী ফিলিস্তিনির হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের বিরোধিতা করে আসছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার সরকার গাজার ফিলিস্তিনি জনগণকে ১০.১৯ মিলিয়ন ডলার অনুদান এবং মানবিক সহায়তা প্রদান করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাঙ্গামাটিতে জেলা পুলিশের “সম্প্রীতি মিনি ম্যারাথন ও হ্যান্ডবল অনুষ্ঠিত
টানা তিন বিশ্বকাপে সর্বোচ্চ রান উলভার্টের, সর্বোচ্চ উইকেট দিপ্তির
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
১০