আর্জেন্টিনা অপ্রাপ্ত বয়স্কদের লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করবে

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২০

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস)  : আর্জেন্টিনা বুধবার জানিয়েছে, তারা অপ্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ পরিবর্তন পদ্ধতি নিষিদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছে।  আর্জেন্টিনার বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই মুখপাত্র ম্যানুয়েল অ্যাডোর্নি বলেছেন, সরকার ১৮ বছরের কম বয়সীদের জন্য হরমোন চিকিৎসা এবং শরীরের অভিযোজন অস্ত্রোপচার  নিষিদ্ধ করার জন্য ২০১২ সালের একটি আইন সংশোধন করবে।

তিনি যুক্তি দিয়ে বলেন, লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা অপ্রাপ্তবয়স্কদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য "গুরুতর ঝুঁকি" তৈরি করে।

‘অনেক ক্ষেত্রেই এই চিকিৎসা এবং অস্ত্রোপচারের প্রভাব অপরিবর্তনীয়’ উল্লেখ করে তিনি বলেন, ফিনল্যান্ড, সুইডেন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই দেশগুলোর মধ্যে তালিকাভুক্ত করা হয়েছে যারা অপ্রাপ্তবয়স্কদের জন্য লিঙ্গ পরিবর্তনের অ্যাক্সেস সীমিত করছে, যার মধ্যে বয়ঃসন্ধি ব্লকারের মতো চিকিৎসাও রয়েছে।

অ্যাডর্নি আরো বলেন, "লিঙ্গ পরিবর্তনের কারণে" বন্দীদের স্থানান্তরের অনুরোধ করা থেকেও নিষিদ্ধ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯ বছরের কম বয়সীদের জন্য লিঙ্গ পরিবর্তনের পদ্ধতি সীমাবদ্ধ করার ঘোষণার এক সপ্তাহ পরে এই ঘোষণা  আর্জেন্টিনার এলজিবিটিকিউ বা সমকামী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

আর্জেন্টিনার সমকামী সম্প্রদায় এলজিবিটিকিউ ফেডারেশন এক্স-এ এক বার্তায় জানায়, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ডিক্রি জারি করে কোনও আইন পরিবর্তন করতে পারেন না এবং যদি তিনি চেষ্টা করেন তাহলে প্রয়োজনে আন্তঃ-আমেরিকার আদালত (মানবাধিকার আদালত)সহ আমরা এটিকে চ্যালেঞ্জ করব। 

বর্তমান আইনের অধীনে, অপ্রাপ্তবয়স্করা তাদের আইনি অভিভাবক বা বিচারিক সংস্থার সম্মতি সাপেক্ষে লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা গ্রহণ করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০