লেবাননে হিজবুল্লাহর একাধিক স্থাপনায় ইসরাইলের হামলা

বাসস
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইসরাইল বৃহস্পতিবার রাতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও তারা লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্র রাখার দুটি লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অস্ত্র মজুদ থাকা দুটি সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে।

যা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের শামিল।

দুই মাসের সর্বাত্মক যুদ্ধসহ এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত ২৭ নভেম্বর থেকে ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

যুদ্ধবিরতির শর্ত অনুসারে, লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি মোতায়েন করার এবং ৬০ দিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী এলাকা থেকে সরে যাওয়ার কথা ছিল। 

চুক্তির শর্তাবলী অনুযায়ী ইরান-সমর্থিত হিজবুল্লাহ লেবাননের দক্ষিণে থাকা তাদের অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলবে এবং তার বাহিনীকে সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরবর্তী লিতানি নদীর উত্তরে সরিয়ে নেবে।

যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং উভয় পক্ষই বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

২৬ জানুয়ারি ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে গত নভেম্বরে হওয়া চুক্তি বাস্তবায়নের সময়সীমার মধ্যে ইসরাইলি বাহিনী ব্যর্থ হওয়ায় প্রত্যাহারের সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০