শিরোনাম
ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম শুক্রবার চিকিৎসার জন্য বিদেশে গেছেন। শুক্রবার প্রাসাদের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে কুয়ালালামপুর থেকে এএফপি শুক্রবার এ খবর জানায়। তবে, রাজার গন্তব্য বা তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত করে জানায়নি।
বিবৃতিতে বলা হয়, রাজা সুলতান ইব্রাহিম চিকিৎসার জন্য বিদেশে রওনা হয়েছেন। তার দুই পুত্র বিমানে তার সাথে রয়েছেন। রাজা রাজধানী কুয়ালালামপুরের কাছে সুবাং বিমান ঘাঁটি থেকে রওনা হন।
বিবৃতিতে আরো বলা হয়, ‘ইস্তানা নেগারা (রাজার সরকারি বাস ভবন) সকল মালয়েশীয়র কাছে মহামান্যের দ্রুত আরোগ্য এবং সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ করা হচ্ছে।’
২০১৬ সালে সিঙ্গাপুরের গ্লেনিগলস মেডিকেল সেন্টারে সুলতান ইব্রাহিমের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। ২০২৩ সালে, কুয়ালালামপুরের একটি হাসপাতালে তার কাঁধের অস্ত্রোপচার করা হয়।