ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণায় উদ্বেগ: এশিয়ার শেয়ারবাজারে পতন

বাসস
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে সোমবার এশিয়ার শেয়ারবাজারে বেশিরভাগ সূচক নিচে নেমেছে। ট্রাম্প বলেছেন, যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা স্টিলের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপরও শুল্ক বসানো হবে।

হংকং থেকে এএফপি জানায়, ট্রাম্প আরও বলেছেন, অন্যান্য দেশ যেভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসায়, তিনিও ‘পাল্টা শুল্ক’ আরোপ করবেন। তার এই ঘোষণার পর বাজারে অস্থিরতা বেড়ে গেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিশ্ববাজারে প্রতিক্রিয়া

ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে কানাডিয়ান ডলার, মেক্সিকান পেসো ও দক্ষিণ কোরিয়ান ওনের মতো মুদ্রাগুলো দুর্বল হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্য অনুযায়ী, কানাডা দেশটির সবচেয়ে বড় স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। এছাড়া ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াও উল্লেখযোগ্য পরিমাণে স্টিল রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।

গত শুক্রবার ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে জাপানের পণ্যের ওপরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারবাজারে পতন

শেয়ারবাজারে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিডনি, সিউল, ম্যানিলা, ব্যাংকক, মুম্বাই, জাকার্তা, ওয়েলিংটন ও তাইপেতে শেয়ারবাজার নিম্নমুখী ছিল। তবে হংকং ও সাংহাইয়ের বাজার উল্টো বেড়েছে, বিশেষ করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভালো পারফরম্যান্সের কারণে।

বিশ্লেষক স্টিফেন ইনেস বলেছেন, ‘এটি শুধু আরেকটি বাণিজ্য বিরোধ নয়, বরং ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আরও কঠোর প্রয়োগ। এতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিতে পারে। আগেও শেষ মুহূর্তে ছাড়ের সুযোগ বা ব্যাকরুম চুক্তি (যেমন মেক্সিকো ও কানাডার ক্ষেত্রে হয়েছিল) দেখা গেছে, কিন্তু এবার যদি ট্রাম্প কঠোর অবস্থান ধরে রাখেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার দেশগুলো।’

মার্কিন অর্থনীতির দুর্বলতা

শুক্রবার নিউইয়র্কের তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই নিম্নমুখী ছিল। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা জরিপে দেখা গেছে, ফেব্রুয়ারিতে ভোক্তাদের আস্থা কমে ৬৭.৮-এ নেমে এসেছে, যা জানুয়ারিতে ছিল ৭১.১।

অপরদিকে, মার্কিন অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির হার প্রত্যাশার তুলনায় কম ছিল। জানুয়ারিতে মাত্র ১ লাখ ৪৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে, যা ডিসেম্বরে ছিল ৩ লাখ ৭ হাজার।

ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা নিয়েও বিনিয়োগকারীরা সন্দিহান। জানুয়ারির বৈঠকের পর ফেড প্রধান জেরোম পাওয়েল বলেছিলেন, তারা তাড়াহুড়ো করে সুদের হার কমাবে না।

শিল্প খাতে প্রতিক্রিয়া

ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার ফলে জাপানের বৃহৎ স্টিল কোম্পানি নিপ্পন স্টিলের শেয়ারের দাম টোকিওতে ২ শতাংশ পর্যন্ত কমে যায়। যদিও পরে কোম্পানিটি কিছুটা ঘুরে দাঁড়িয়ে ০.৫ শতাংশ নিচে লেনদেন শেষ করে।

এদিকে, যুক্তরাষ্ট্রে ইউএস স্টিল কোম্পানির শেয়ার শুক্রবার ৫.৮ শতাংশ পতন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
১০