সিরিয়ায় সংঘর্ষে ৮৩০ জন বেসামরিক নাগরিক নিহত

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৫:১৫

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : লাতাকিয়া, তারতুস ও হোমস প্রদেশে নতুন সিরিয়ার সরকারের নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেসামরিক নাগরিকের মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩০ জনে দাঁড়িয়েছে। ইরাকি সংবাদ পোর্টাল শাফাক নিউজের উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানায়। 

নিহতদের বেশিরভাগই আলাউইত সম্প্রদায়ের, যা দেশের জনসংখ্যার ১২ শতাংশ।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাহিনী উপকূলীয় অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং পাহাড়ি এলাকায় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে তাড়া করছে। ৬ মার্চ থেকে অভিযান চলাকালীন ২৫০ জনেরও বেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে। সরকারি বাহিনী ২৩১ জন সেনা হারিয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকে দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকারের মুখোমুখি চ্যালেঞ্জগুলোর মধ্যে এই সংঘর্ষই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার কার্যালয় জানায়, উপকূলীয় গভর্নরেটগুলোয় সহিংসতার পরিস্থিতি তদন্তের জন্য সাত সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধ’, ‘সরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী এবং নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা’ তদন্ত করার, অপরাধীদের সনাক্ত করার এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আনার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি এই ঘটনাগুলোর কারণ, অবস্থান ও পরিস্থিতি’ তদন্ত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০