সিগন্যালগেট কেলেঙ্কারির পর সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার ঘোষণা ট্রাম্পের

বাসস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২৩:৪৮

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, তিনি সেই সাংবাদিকের সঙ্গে এক সাক্ষাৎকারে বসতে যাচ্ছেন, যিনি একটি বড় ধরনের নিরাপত্তা ঘাটতির বিষয়টি ফাঁস করেন। ওই সাংবাদিক ভুলবশত যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের একটি গ্রুপ চ্যাটে যুক্ত হয়ে যান, যেখানে ইয়েমেনে সামরিক হামলার গোপন পরিকল্পনা ভাগাভাগি করা হচ্ছিল।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, দ্য অ্যাটলান্টিক ম্যাগাজিনের সম্পাদক জেফরি গোল্ডবার্গ ‘সিগন্যাল’ অ্যাপে সেনা অভিযানের আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সংবেদনশীল কথোপকথনের তথ্য প্রকাশ করে বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসেন। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার মন্ত্রিসভার অনেকেই তাকে তীব্রভাবে আক্রমণ করেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ‘সিগন্যালগেট’ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে বলেন, :আমি এই সাক্ষাৎকার দিচ্ছি কৌতূহলবশত এবং নিজের সঙ্গে একটি প্রতিযোগিতার অংশ হিসেবে—দেখি অ্যাটলান্টিক আদৌ ‘সত্যবাদী’ হতে পারে কি না।'

ট্রাম্পের ভাষায়, 'অনেক কাল্পনিক গল্পের জন্য দায়ী ব্যক্তি' হলেন গোল্ডবার্গ। এই মন্তব্যের মাধ্যমে তিনি আবারও তার ক্ষোভ প্রকাশ করেন।

গোল্ডবার্গকে ভুলবশত যুক্তরাষ্ট্রের ইয়েমেন হামলা বিষয়ক গ্রুপ চ্যাটে যুক্ত করে ফেলার ঘটনায় জাতীয় নিরাপত্তা মহলে এবং বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগ দাবি উঠেছে।

সাবেক ফক্স নিউজ উপস্থাপক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হেগসেথ হামলার সময়, ব্যবহৃত বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিবরণ চ্যাটে আগেভাগেই শেয়ার করেন—যা হামলার আগে ফাঁস হয়ে যায়।

ডেমোক্র্যাটরা দাবি করেছেন, এ ধরনের তথ্য ফাঁস মার্কিন সেনাদের জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং গোয়েন্দা তথ্যের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে।

তবে ট্রাম্প এখন পর্যন্ত হেগসেথ ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং পুরো বিষয়টিকে ‘ডাইনি শিকার’ বলে অভিহিত করে বলেছেন, তাঁর প্রতিরক্ষা প্রধান ‘চমৎকার কাজ’ করছেন।

ট্রাম্পের পোস্ট অনুযায়ী, গোল্ডবার্গ অ্যাটলান্টিকের আরও দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে এই সাক্ষাৎকার নেবেন।

এর আগে ২০২০ সালে গোল্ডবার্গ একটি প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, ট্রাম্প প্রথম বিশ্বযুদ্ধে নিহত মার্কিন সেনাদের ‘অপদার্থ’ ও ‘পরাজিত’ বলে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্প বহুবার এই অভিযোগ অস্বীকার করলেও তৎকালীন চিফ অব স্টাফ জন কেলি বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলীকে গ্রেফতার করেছে র‌্যাব
ট্রাম্প ফেডের সমালোচনা করতে ‘স্বাধীন’, বললেন জ্যেষ্ঠ কর্মকর্তা
সিগন্যালগেট কেলেঙ্কারির পর সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ 
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
টেকসই সরকারি ক্রয় সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলার দাবি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুদকের অভিযান
কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদকাসক্ত বললেন সাবেক মন্ত্রী
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
১০