ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের নেতৃবৃন্দ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা সিরিয়াকে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পুনরায় একীভূত করার’ প্রচেষ্টাকে স্বাগত জানায়।
সৌদি আরবের অর্থমন্ত্রীর সঙ্গে যৌথ এই বিবৃতিটি এসেছে এমন এক সময়ে, যখন সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রী এই সপ্তাহে ২০ বছরেরও বেশি সময় পরে প্রথমবারের মতো আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যোগ দিয়েছেন।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বৃহস্পতিবার বলেন, ‘আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে তাদের প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করতে সহায়তা করা, যাতে তারা আবারও বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের সংযুক্ত করতে পারে।
১৪ বছরের গৃহযুদ্ধ সিরিয়ার অবকাঠামোর উল্লেখযোগ্য পরিমাণ ধ্বংস করে দিয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের গণতান্ত্রিক আন্দোলনের উপর দমন-পীড়ন দিয়ে এই সংঘাত শুরু হয়েছিল। আসাদকে গত বছরের ৮ ডিসেম্বর এক অভিযানে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সিরিয়ার নতুন সরকার এখন আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে।
চলতি সপ্তাহে ওয়াশিংটনে, আইএমএফ ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা সিরিয়ার কর্তৃপক্ষ, অর্থমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে বৈঠক করেছেন।
সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আলজাদানের সাথে আইএমএফ এবং বিশ্বব্যাংকের নেতাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সিরিয়ার অর্থনীতি যে জরুরি চ্যালেঞ্জের মুখে রয়েছে, বৈঠকে তার ব্যাপক স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে দেশটির পুনর্গঠন ও উন্নয়নের জন্য সিরিয়া কর্তৃপক্ষের প্রচেষ্টাকে সহায়তা করতে একটি সম্মিলিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, সিরিয়ার জনগণের মৌলিক চাহিদা পূরণ, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং একটি জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার কৌশল গঠনের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া চলতি সপ্তাহে সিরিয়ার জন্য উচ্চপর্যায়ের একটি গোলটেবিল বৈঠক আয়োজনের মাধ্যমে কর্তৃপক্ষকে তাদের দেশ পুনর্গঠন, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টা উপস্থাপন করার একটি প্ল্যাটফর্মও প্রদান করেছে।