জাতিসংঘে কর্মী ছাঁটাইসহ 'বেদনাদায়ক' সংস্কারের ইঙ্গিত গুতেরেসের

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:১৮

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্ব সংস্থাটিকে আরও কার্যকর ও দক্ষ করার লক্ষ্যে ‘বেদনাদায়ক’ কিছু সংস্কার আনার কথা জানিয়েছেন, যার মধ্যে কর্মী ছাঁটাইও রয়েছে। তিনি বলেন, দীর্ঘদিনের আর্থিক সংকট এবং ট্রাম্প প্রশাসনের নীতিমালাজনিত প্রভাবের কারণে এই সংস্কার এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তর থেকে এএফপি জানায়, সোমবার সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে গুতেরেস জানান, মার্চ মাসে শুরু হওয়া ইউএন৮০ নামের সংস্কার কর্মসূচির লক্ষ্য হলো কাজের পদ্ধতি সরলীকরণ, অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি করা।

তিনি বলেন, 'এই আর্থিক সংকট নতুন কিছু নয়। তবে বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা আমাদের এই উদ্যোগকে আরও জরুরি করে তুলেছে।'

গুতেরেস সতর্ক করে বলেন, 'আমরা জানি, এই পরিবর্তনগুলো আমাদের জাতিসংঘ পরিবারে অনেকের জন্যই বেদনাদায়ক হতে পারে।'

তিনি জানান, জাতিসংঘ সচিবালয়ের মধ্যে রাজনৈতিক ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক বিভাগ (ডিপিপিএ) এবং শান্তি কার্যক্রম বিভাগ (ডিপিও) একত্রিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে দুই বিভাগের ২০ শতাংশ পদের ছাঁটাই করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ধরনের ছাঁটাইকে তিনি ইউএন৮০ কর্মসূচির অন্যান্য বিভাগের জন্য ‘একটি মানদণ্ড’ হিসেবে উল্লেখ করেন।

গুতেরেস আরও জানান, নিউইয়র্ক ও জেনেভার মতো ব্যয়বহুল শহর থেকে কম ব্যয়বহুল শহরে দপ্তর স্থানান্তরের কথাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

‘আলোচনা আর রিপোর্টই যেন উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে’

মহাসচিব বলেন, 'জাতিসংঘের অভ্যন্তরীণ কাজের চাপ যুক্তি-বোধের সীমা ছাড়িয়ে গেছে। যেন আমরা রিপোর্ট তৈরি আর বৈঠক আয়োজনকে নিজেরাই লক্ষ্য বানিয়ে ফেলেছি। সফলতার মাপকাঠি হওয়া উচিত ফলাফল, কাগজপত্রের সংখ্যা নয়।'

তিনি সদস্য রাষ্ট্রগুলোকে কঠিন সিদ্ধান্ত নিতে আহ্বান জানান: 'অনেকেই বলছেন, এখনই সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী হওয়ার সময়। আমাদের সংস্থা, আর এই সময়, সেটাই দাবি করছে। ভুল করবেন না—এখন সামনে কঠিন কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে। চাইলে আমরা সেগুলো এড়িয়ে যেতে পারি, কিন্তু সেই পথ মৃতপ্রায়।'

এএফপির দেখা একটি অভ্যন্তরীণ মেমো অনুযায়ী, ইউএন৮০ কর্মসূচির অধীনে বিভিন্ন সংস্থার একীভূতকরণসহ বড় সংস্কারের প্রস্তাব রয়েছে।

যদিও গুতেরেস ওই প্রস্তাবগুলোর বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে জানান—একই ধরনের বিষয়ে কাজ করা বিভিন্ন ইউনিট বা ‘ক্লাস্টার’ কিছু গঠনগত পরিবর্তনের প্রস্তাব দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাড়ে তিন বছর পর জামায়াত নেতা সাইয়েদ আহমদকে চেয়ারম্যান ঘোষণা আদালতের
শুক্রবার শুরু হচ্ছে জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়নশীপ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা 
সাউথখালীতে লিগ্যাল এইড-এর মেডিয়েশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অনলাইনে দেয়া যাবে ডিএনসিসি’র হোল্ডিং ট্যাক্স
আনচেলত্তিকে মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
দিনাজপুরে দুই দিনব্যাপী ‘বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনে খাদ্য উৎসব মেলা’ 
শুটকিতে কীটনাশকের ব্যবহার, ৮৭ শতাংশ নিরাপদ 
চুক্তিতে আগ্রহী হলেও ইরানের ওপর নিষেধাজ্ঞার কঠোর বাস্তবায়ন চান ট্রাম্প
১০