সিরিয়ার নতুন নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০৩

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : কাতার সফরের আগে সিরিয়ার নতুন নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রিয়াদে ছয়টি উপসাগরীয় দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিক বৈঠকের পর তিনি কাতারের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রিয়াদ থেকে এএফপি জানায়, রিয়াদে একটি বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প  বলেন, ‘আমি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি যাতে তারা আবার শ্রেষ্ঠত্বের পথে ফিরতে পারে।’

তিনি আরও বলেন, ‘যা কিছু করছি, সবই যুবরাজের জন্য।'

তিনি সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, তুরস্ক ও সৌদি আরবের সহায়তায় গত ডিসেম্বরে বহুল আলোচিত বিদ্রোহের মাধ্যমে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন।

রেকর্ড অস্ত্রচুক্তি ও প্রযুক্তি বিনিয়োগ

রিয়াদে তার সফরে ট্রাম্প সৌদি আরবের সঙ্গে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি সম্পন্ন করেন, যা মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্রচুক্তি বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি সৌদি কোম্পানি ডেটাভল্ট যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট প্রকল্পে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানানো হয়। গুগলসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিও দুই দেশে যৌথ বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

কাতার সফর ও বিতর্কিত উড়োজাহাজ উপহার

বুধবার দুপুরে ট্রাম্প কাতারের রাজধানী দোহায় পৌঁছাবেন। দেশটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির পাশাপাশি ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে আসছে।

তবে কাতার সফরকে ঘিরে বড় বিতর্ক তৈরি হয়েছে ট্রাম্পের একটি উপহার গ্রহণকে কেন্দ্র করে। কাতার থেকে ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বোয়িং উড়োজাহাজ উপহার হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি, যা ভবিষ্যতে প্রেসিডেন্টের সরকারি সফরেও ব্যবহৃত হতে পারে। পরে সেটি ব্যক্তিগত ব্যবহারে রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

এটি মার্কিন সংবিধান ও নিরাপত্তা নীতির দিক থেকে বড় উদ্বেগ তৈরি করেছে। সিনেটের ডেমোক্রেট নেতা চাক শুমার ইতিমধ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদে বিচার বিভাগের সব রাজনৈতিক নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়ার হুমকি দিয়েছেন।

গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা

কাতার সফরের আগে ওয়াশিংটন হামাসের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্ত করে আনে। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেও তা মার্চের শুরুতেই ভেঙে পড়ে।

ইসরাইল আবারও গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করেছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ঘোষণা দেন, ‘যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

শেষ গন্তব্য আবুধাবি

হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্য সফরের শেষ ধাপে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হুথি ক্ষেপণাস্ত্র ঠেকানোর পর ইয়েমেনি বন্দর এড়িয়ে চলার আহ্বান ইসরাইলের
দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে : খাদ্য উপদেষ্টা
বজ্রপাতে প্রাণহানি এড়ানোর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করতে রিট
হাটহাজারী ও কর্ণফুলীতে দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা
আলজেরীয় কূটনীতিকদের বহিষ্কার করবে ফ্রান্স
রাঙ্গামাটিতে কৃষি বিষয়ক কর্মশালা
এবার শি জিনপিংয়ের বিআরআই প্রকল্পে যোগ দিল কলম্বিয়া
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম দুই দিনের রিমান্ডে
জিআই স্বীকৃতিতে ভোলার মহিষের দধি নিয়ে নতুন সম্ভাবনা
সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেফতার
১০